ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

মহাসড়কের পাশে বসানো যাবে না কোরবানির পশুর হাট

২০২৪ মে ৩০ ১৭:২১:১০
মহাসড়কের পাশে বসানো যাবে না কোরবানির পশুর হাট

নিজস্ব প্রতিবেদক : যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ বছর মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে দিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ।

বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর বিআরটিএ ভবনে ঈদ-উল-আজহা উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে বৈঠকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সওজের আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়কের পাশাপাশি জাতীয় মহাসড়ক ও করিডোরসমূহের মেরামত ও সংস্কার কাজ ঈদের সাত দিন আগেই শেষ করার বিষয়ে আলোচনা হয়েছে।

সড়ক ও মহাসড়ক বিভাগের তথ্য মতে, মহাসড়কে সর্বমোট ২১৭টি পশুর হাট রয়েছে। মহাসড়কের উপর বা তার আশেপাশে অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়ার কারণে সড়কে যানজট সৃষ্টি হয়।

বৈঠকে জানানো হয়, মহাসড়কের পাশে সবচেয়ে বেশি ৩০টি পশুর হাট বসে চট্টগ্রাম জেলার মহাসড়ক সংলগ্ন। তার পরেই রয়েছে কক্সবাজার। এই জেলায় বসে ২৩টি পশুর হাট।

শেয়ারনিউজ, ৩০ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে