ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

এখন একটাই কাজ, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা: প্রধানমন্ত্রী

২০২৪ মে ২৬ ২১:২৫:২৮
এখন একটাই কাজ, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ মে) গণভবনে কোটালিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এখন একটাই কাজ, সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা। তারেক জিয়াকে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে। তাকে নিয়ে এসে সাজা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, এই সাজা বাস্তবায়নের মধ্যদিয়ে অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতিসহ যেসব কর্মকাণ্ড তারেক জিয়া ঘটিয়েছে সেগুলোর হাত থেকে দেশের মানুষ মুক্তি পাবে।

শেখ হাসিনা বলেন, জাতির পিতার খুনি যারা বাইরে আছে, তাদেরও আনার চেষ্টা করছি। তারেক জিয়াসহ যেসব সাজাপ্রাপ্ত আসামি বাইরে আছে।

তিনি আরো বলেন, এসব সাজা প্রাপ্ত আসামিদের শাস্তি কার্যকরের মাধ্যমে দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত ও অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতি অব্যাহত রাখাই মূল লক্ষ্য। সে লক্ষ্য নিয়েই এখন কাজ করতে হবে।

শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে