ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

এমপি আনারকে নিয়ে এবার সংসদে জটিলতা

২০২৪ মে ২৬ ১২:৪৮:৪০
এমপি আনারকে নিয়ে এবার সংসদে জটিলতা

নিজস্ব প্রতিবেদক : কলকাতায় নিহত হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তবে এখন পর্যন্ত তার লাশ পাওয়া যায়নি। যে কারণে তার সংসদীয় আসন শূন্য ঘোষণা নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে আলোচনা চলছে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের মাঝে। তারা বলছেন, সংসদ সদস্যের কেউ মারা গেলে কিংবা কেউ পদত্যাগ করলে তাঁর সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। কিন্তু আনোয়ারুল আজীম ভারতে খুন হওয়ার সংবাদ পাওয়া গেলেও মরদেহ পাওয়া যায়নি।

দেশের আর কোনো সংসদ সদস্যের ক্ষেত্রে এমন ঘটনা আর ঘটেনি। এ ক্ষেত্রে মরদেহ পাওয়া না গেলেও কীভাবে তাঁর সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হবে, তা নিয়ে কিছুটা জটিলতা রয়েছে।

এ বিষয়ে সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আবদুস সালাম গণমাধ্যমকে বলেন, একটা বিশ্বাসযোগ্য সূত্র থেকে মৃত্যুর তথ্যটা পেতে হবে। অনেক সময় মারা গেলে তাঁর দাফন হয়, জানাজা হয়; কিন্তু এ ক্ষেত্রে তো সেটা এখনো হয়নি।

বিষয়টি আজ রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ আহম্মদ খান বলেছেন, সংসদ সচিবালয় থেকে শূন্য ঘোষণা করা হলে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে ঝিনাইদহ-৪ আসনে।

সংসদের আসন শূন্য ঘোষণার বিষয়ে সংবিধানের ৬৭(১) অনুচ্ছেদে যেসব পরিস্থিতির উল্লেখ আছে সেগুলো হলো, কোনো সংসদ সদস্য (ক) যদি নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে নব্বই দিনের মধ্যে শপথ গ্রহণ বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করতে অসমর্থ হন। (খ) সংসদের অনুমতি ছাড়া একাদিক্রমে নব্বই বৈঠক অনুপস্থিত থাকেন। (গ) সংসদ ভেঙে যায়। (ঘ) সংবিধানের ৬৬ অনুচ্ছেদের (২) দফার অধীন অযোগ্য হন। (ঙ) সংবিধানের ৭০ অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতির উদ্ভব হয়।

এ ছাড়া সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদে উল্লেখ আছে, কোনো সংসদ সদস্য যদি স্পিকারের কাছে পদত্যাগপত্র দেন এবং স্পিকার বা ডেপুটি স্পিকার যদি তা পান, তখন থেকে আসন শূন্য হবে।

তবে কোনো সংসদ সদস্য মারা গেলে বা খুন হওয়ার পর মরদেহ না পেলে কীভাবে সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হবে, তা সংবিধান বা সংসদের কার্যপ্রণালি বিধিতে উল্লেখ নেই। এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, ‘উনি যে খুন হয়েছেন, সেটা সংসদ সচিবালয়ের ব্যাপার না। তাঁর নিহত হওয়ার ব্যাপারটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিখিতভাবে সংসদ সচিবালয়কে নিশ্চিত করতে হবে। তারপর সংসদ সচিবালয় আসন শূন্য ঘোষণা করবে।’

যেহেতু বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি, তাই ঘটনার পরিপ্রেক্ষিতে এটাই করণীয় হওয়ার কথা, যোগ করেন তিনি।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘সরকারিভাবে ওনার মৃত্যু যতক্ষণ পর্যন্ত ঘোষণা করা না হবে, ততক্ষণ আসনটি শূন্য ঘোষণা করা হবে না। আর মৃত্যুসনদ লাগবে। সেটা দিলে আসনটি শূন্য হবে।’

এর আগে গত ১১ মে কলকাতায় যান টানা তিনবারের এমপি আনোয়ারুল আজিম। ১৩ মে থেকে তাঁর খোঁজ মিলছিল না। ১৮ মে স্থানীয় থানায় জিডি করেন তাঁর সেখানকার বন্ধু গোপাল বিশ্বাস।

পরে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কলকাতার নিউ টাউনে এক ফ্ল্যাটে হত্যার পর আনোয়ারুলের মরদেহ টুকরা টুকরা করা হয়।

শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে