ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

সুদের উপর অতিরিক্ত সুদ! বাম্পার রিটার্ন বিনিয়োগকারীদের

২০২৪ এপ্রিল ১০ ১১:৫১:২৪
সুদের উপর অতিরিক্ত সুদ! বাম্পার রিটার্ন বিনিয়োগকারীদের

প্রবাস ডেস্ক : প্রবীণ নাগরিকদের জন্য সুখবর। তাঁদের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু রাখল ভারতের এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক। ১৫ এপ্রিল পর্যন্ত এতে লগ্নি করতে পারবেন তাঁরা।

প্রবীণ নাগরিকদের জন্য চালু থাকা বিশেষ এই স্কিমটির নাম এইচডিএফসি ব্যাঙ্ক সিনিয়র সিটিজেন কেয়ার ডিপোজিট স্কিম। এতে ৫ কোটির কম টাকা বিনিয়োগে মাসিক বা ত্রৈমাসিকে সুদের টাকা হাতে পেতেন বয়স্ক আমানতকারীরা।

তবে ৫ বছর ১ দিন বা তার বেশি সময়ের জন্য বিনিয়োগ করতে হবে তাঁদের। লগ্নির মেয়াদ বৃদ্ধির পাশাপাশি এই নিয়মগুলিতে কোনও রদবদল করেনি বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

শুধু তাই নয়, আমানতকারী প্রতি মাসে সুদের টাকা তুলে নিলে ডিসকাউন্ট রেটে তা পাবেন তিনি। যা স্ট্যান্ডার্ড রেটের তুলনায় বেশি বলে জানা গিয়েছে। প্রবীণ নাগরিকদের এই স্কিমে বিনিয়োগ ন্যূনতম সময়সীমা ধার্য করা হয়েছে ১২০ মাস।

এইচডিএফসি ব্যাঙ্কের সিনিয়র সিটিজেন কেয়ার ফিক্সড ডিপোজিট -তে মিলছে সর্বোচ্চ সুদ। এতে রয়েছে নিয়মিত ফিক্সড ডিপোজিটে সুদের উপর ০.৫ শতাংশ প্রিমিয়াম। এছাড়াও স্কিমটিতে ০.২৫5 শতাংশ অতিরিক্ত সুদ দিচ্ছে ব্যাঙ্ক।

চলতি বছরের এপ্রিল পর্যন্ত সিনিয়র সিনিজেন ফিক্সড ডিপোজিট-তে বিশেষ অফার চালু রেখেছে এইচডিএফসি কর্তৃপক্ষ। সেই অফারেই অতিরিক্ত ০.৭৫ শতাংশ সুদ পাবেন আমানতকারীরা। এত সর্বনিম্ন বিনিয়োগ করা যায় ৫ হাজার টাকা। আর সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত লগ্নির সুযোগ রয়েছে।

উল্লেখ্য, ষাটোর্ধ্বরাই একমাত্র এই স্কিমে লগ্নি করতে পারেন। ফিক্সড ডিপোজিট-তে বিনিয়োগের সময় দেখাতে হয় বয়সের প্রমাণপত্র। যাঁদের ফিক্সড ডিপোজিটটিতে লগ্নি রয়েছে, তাঁরা চাইলে অতিরিক্ত সুদের সুবিধা পেতে পারেন।

ফিক্সড ডিপোজিট রিনিউ করার সময় এই অফারের সুবিধা পাবেন তাঁরা। অনাবাসী ভারতীয়দের ক্ষেত্রে স্কিমটিতে লগ্নির কোনও সুযোগ দেয়নি এইচডিএফসি কর্তৃপক্ষ।

সিনিয়র সিটিজেন কেয়ার ফিক্সড ডিপোজিট-র সবচেয়ে বড় সুবিধা হল প্রিম্যাচিওর উইথড্রয়াল। অর্থাৎ মেয়াদ শেষের আগেই কোন কারণে টাকার দরকার হলে ফিক্সড ভেঙে তা তুলে নিতে পারেন আমানতকারী। তবে সেক্ষেত্রে সুদ বাবদ মিলবে কম টাকা। প্রায় 1 শতাংশ সুদের হার নেমে যাবে বলে জানিয়েছে ফিক্সড ডিপোজিট কর্তৃপক্ষ।

২০২৪-র এপ্রিলে উইকেয়ার সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট স্কিমটিতে মেয়াদের সময় সীমা বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এতে লগ্নি করার সুযোগ দিচ্ছে এসবিআই (SBI)। প্রবল জনপ্রিয়তার কারণে এই নিয়ে চতুর্থ বারের জন্য লগ্নির মেয়াদ বাড়িয়েছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্ক। এবার সেই রাস্তায় হাঁটলএইচডিএফসি-ও।

শেয়ারনিউজ, ১০ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে