ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা

২০২৫ এপ্রিল ২০ ০৯:০১:২৭
হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আরামকাঠি এলাকায় আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মো. রহমাত উল্লাহ হাজার কোটি টাকারও বেশি গ্রাহকের আমানত নিয়ে লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রাহকদের তীব্র ক্ষোভে সমিতির কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ক্ষুব্ধ গ্রাহকরা সমিতির পরিচালক রহমাত উল্লাহর গ্রামের বাড়ি আরামকাঠিতে বিক্ষোভ করেন। বিক্ষোভের এক পর্যায়ে তারা সমিতির ম্যানেজার মো. বেল্লাল হোসেন, কর্মচারী শাকিল হোসেন, নিখিল তহসিলদারসহ মোট চারজনকে অবরুদ্ধ করে রাখেন।

ভুক্তভোগী নিলুফা বেগম জানান, তিনি এককালীন ১৪ লাখ টাকা সমিতিতে জমা রেখেছিলেন। বেশ কয়েক মাস ধরে টাকা ফেরত চাইছিলেন। শনিবার জানতে পারেন, রহমাত উল্লাহ তার পরিবারসহ এলাকা থেকে উধাও হয়েছেন। তিন দিন ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

আরেক ভুক্তভোগী, দিনমজুর মোসা. রওশন আরা বলেন, “আমি রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে প্রতি মাসে ৪ হাজার টাকা করে সঞ্চয় করতাম। এককালীন দিয়েছি ২ লাখ, সব মিলিয়ে ৮ লাখ টাকা পাওনা। এখন তো সবই শেষ মনে হচ্ছে।”

এছাড়া রিনা বেগম নামে আরও এক নারী জানান, মেয়ের বিয়ের জন্য ৩ লাখ টাকা সমিতিতে জমা রেখেছিলেন। এমন আরও শতাধিক গ্রাহক একই ধরনের অভিযোগ করেন, যারা তাদের জীবনভর সঞ্চিত অর্থ হারিয়ে আজ দিশেহারা।

অবরুদ্ধ থাকা সমিতির ম্যানেজার মো. বেল্লাল হোসেন বলেন, “জানামতে, পরিচালক রহমাত উল্লাহ চারদিন আগে পরিবারসহ ঢাকায় গেছেন। তারপর থেকে তার সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ নেই। এখন গ্রাহকরা আমাদের আটকে রেখেছেন।”

এ বিষয়ে নেছারাবাদ উপজেলার সমবায় কর্মকর্তা মো. হাসান রকি বলেন, “সমিতির লাইসেন্স বরিশাল বিভাগীয় দফতর থেকে নেওয়া হয়েছিল। তারা স্থানীয় সমবায় অফিসের নিয়ম-নীতি মানতো না। এখন শুনছি পরিচালক গা ঢাকা দিয়েছেন।”

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন জানান, “এ বিষয়ে আগে কিছু জানতাম না। পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।” এদিকে স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত রহমাত উল্লাহকে গ্রেপ্তার করে টাকা ফেরত দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে