ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে ফের অস্থিরতা, অভিযোগের তীর বড়দের দিকে

২০২৪ জানুয়ারি ২৫ ১৫:২০:৫৩
শেয়ারবাজারে ফের অস্থিরতা, অভিযোগের তীর বড়দের দিকে

নিজস্ব প্রতিবেদক : মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজ, প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের চাপে শেয়ারবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম কর্মদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস) সূচক কমেছে ৯৬ পয়েন্টের বেশি।

তার পরের দুই কর্মদিবস সোমবার ও মঙ্গলবার সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট। সর্বশেষ দুই কর্মদিবস বুধবার ও বৃহস্পতিবার সূচক কমেছে ১২০ পয়েন্ট।

এতে দেখা যায়, ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর পাঁচ কর্মদিবসের মধ্যে দুই কর্মদিবস সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট। তিন কর্মদিবসে সূচক কমেছে ২১৬ পয়েন্ট। যার ফলে ফ্লোর প্রাইস প্রত্যাহারের কারণে ডিএসইর সূচক হারিয়েছে ২১৬ পয়েন্ট।

অন্যদিকে, ফ্লোর প্রাইস প্রত্যাহারের দিন বৃহস্পতিবার ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৮৭ হাজার ৯০৪ কোটি টাকা। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পাঁচ কর্মদিবস পর আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৯৬৬ কোটি টাকা। অর্থাৎ ফ্লোর প্রাইস প্রত্যাহারের ফসল হলো ডিএসইর বাজার মূলধন ৩২ হাজার ৯৩৮ কোটি টাকা গায়েব।

এদিকে, ফ্লোর প্রাইস প্রত্যাহারের জন্য যারা অনবরত চাপ দিচ্ছিল, ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর দুই কর্মদিবস তাদের কিছুটা সক্রিয় ছিল। তারপর ফের নিষ্ক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। স্মাট বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় হয়ে পড়ায় গত দুই কর্মদিবস বাজারে বড় পতন দেখা গেল। তারা ফের কম দামে বাজার থেকে শেয়ার তোলার কৌশল নিয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা অভিযোগ তুলছেন।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭০.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৫৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ডিএসইএস ২০.৬১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ২৪.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১৩৫২ ও ২১১৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৮৭০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৩ কোটি ২১ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৯টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ২৮২টির এবং শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ২২টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ৩৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২৬০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৫১টির, কমেছিল ২০৪টির এবং অপরিবর্তিত ছিল ২৩টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ২৫ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে