ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

বাজার মুলধন কমেছে ১০ খাতে

২০২৪ জানুয়ারি ২২ ২২:২০:২০
বাজার মুলধন কমেছে ১০ খাতে

নিজস্ব প্রতিবেদক : আজ দেশের প্রধান শেয়ারবাজার শয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক বাজার মূলধন কমেছে ১০ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

খাতগুলো হলো- ওষুধ ও রসায়ন, লাইফ ইন্স্যুরেন্স, সিরামিকস, সেবা ও আবাসন, চামড়া, ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি, বস্ত্র, আর্থিক এবং প্রকৌশল খাত।

জানা যায়, খাতগুলোর মধ্যে সবচেয়ে মূলধন কমেছে প্রকৌশল খাতে। এ খাতে আজ বাজার মূলধন দাঁড়িয়েছে ৪৭ হাজার ৫৫৪ কোটি ৯০ লাখ টাকা। গত কার্যদিবসে এ খাতে বাজার মূলধন ছিল ৫০ হাজার ৩২৬ কোটি টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে এই খাতে বাজার মূলধন কমেছে ২ হাজার ৭৭১ কোটি ১০ লাখ টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ বাজার মূলধন কমেছে আর্থিক খাতে। এ খাতে আজ বাজার মূলধন দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৫৬ কোটি টাকা। আগের দিন এই খাতে বাজার মূলধন ছিল ১৭ হাজার ৩৬১ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৮০৫ কোটি ৬০ লাখ টাকা।

তৃতীয় সর্বোচ্চ বাজার মূলধন বেড়েছে বস্ত্র খাতে। এ খাতে আজ বাজার মূলধন দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১৮ কোটি ৯০ লাখ টাকা। আগের দিন এই খাতে বাজার মূলধন ছিল ১৫ হাজার ৯৪৫ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৬২৬ কোটি ৬০ লাখ টাকা।

অন্য খাতগুলোর মধ্যে- বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫৮৩ কোটি ৩০ লাখ টাকা, ব্যাংক খাতে ২০৯ কোটি ১০ লাখ টাকা, চামড়া খাতে ৯২ কোটি ৩০ লাখ টাকা, সেবা ও আবাসন খাতে ৬৫ কোটি ৬০ লাখ টাকা, সিরামিক খাতে ৬৪ কোটি টাকা, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৪৭ কোটি ৪০ লাখ টাকা এবং ওষুধ ও রসায়ন খাতে ৪৫ কোটি ১০ লাখ টাকার বাজার মূলধন কমেছে।

শেয়ারনিউজ, ২২ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে