ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

বিনিয়োগকারীদের নাগালের বাইরে চার শেয়ার

২০২৪ জানুয়ারি ২২ ১১:৩৬:০৫
বিনিয়োগকারীদের নাগালের বাইরে চার শেয়ার

নিজস্ব প্রতিবেদক : ফ্লোর প্রাইস প্রত্যাহারের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২২ জানুয়ারি) শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। আগের দিন ক্রেতাশুন্য ১২৯ কোম্পানির মধ্যে অনেক শেয়ারে আজ ক্রেতা ফিরতে দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আগের দিন ডিএসইর সূচক কমেছিল ৯৬ পয়েন্টের বেশি। আজ এই রিপোর্ট আপলোড করার সময়ে ডিএসইর সূচক ১৪ পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হচ্ছিল।

এদিন লেনদেনের প্রথম ঘন্টায় চার কোম্পানির শেয়ার বিক্রেতাশুন্য হতে দেখা যায়। কোম্পানিগুলোর শেয়ার বিনিয়োগকারীদের নাগালের বাইরে চলে যায়। যার জন্য তারা চেষ্টা করেও শেয়ারগুলো কিনতে পারছে না। যেগুলো হলো-খান ব্রাদার্স, আফতার অটোমোবোইলস, সেন্ট্রাল ফার্মা ও নাভানা সিএনজি লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের দাম বেড়েছে ৯.৯৯ শতাংশ, আফতার অটোমোবোইলসের ৯.৯০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার৯.৬০ শতাংশ এবং নাভানা সিএনজির ৯.২০ শতাংশ।

এছাড়া, ঢাকা ডাইং, অ্যালেম্পিক অ্যাক্সেসরিজ সহ আরও কয়েকটি কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ কিনারায় লেনদেন হতে দেখা গেছে।

শেয়ারনিউজ, ২২ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে