ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

একদিনেই বাজার মূলধন ১১ হাজার কোটি টাকা গায়েব

২০২৪ জানুয়ারি ২১ ২২:২৯:১৩
একদিনেই বাজার মূলধন ১১ হাজার কোটি টাকা গায়েব

নিজস্ব প্রতিবেদক : ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরের কর্মদিবস আজ রোববার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকে বড় ধরনের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে ৭৭ শতাংশ কোম্পানির শেয়ারদর। একদিনের পতনেই শেয়ারবাজারের মূলধন কমেছে ১১ হাজার কোটি টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ফ্লোর প্রাইসে আটকে থাকায় অনেকে এতোদিন শেয়ার বিক্রি করতে পারেননি। গত বৃহস্পতিবার ফ্লোর প্রাইস তুলে নেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা আজ থেকে কার্যকর হয়। এদিন অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রির দিকে ঝুঁকে পড়েন। অনেকে লসে শেয়ার বিক্রি করেন। এতে ডিএসইতে বিক্রয়ের চাপে বাড়ে। ফলে তিন শতাধিক কোম্পানির শেয়ার দরে পতন ঘটে।

আজ ডিএসইর প্রধান ডিএসইএক্স ৯৬ পয়েন্ট পতন হয়েছে। এরফলে ডিএসইর মূলধন কমেছে ১১ হাজার কোটি টাকা।

বাজারের এমন পরিস্থিতি সম্পর্কে বাজার সংশ্লিষ্টরা বলছেন, ফ্লোর প্রাইস তুলে দেওয়ায় হঠাৎ করে শেয়ার বিক্রিতে চাপ পড়েছে। তবে এই চাপ থাকবে না। তাই এই অবস্থায় বিনিয়োগকারীদের ধৈর্য ধরতে বললেন তারা। একই সাথে লসে শেয়ার বিক্রি না করার পরামর্শ দিয়েছেন।

শেয়ারনিউজ, ২১ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে