ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

দরপতন দিয়ে সপ্তাহ শুরু এসএমই মার্কেটে

২০২৪ জানুয়ারি ২১ ১৮:৫৬:২২
দরপতন দিয়ে সপ্তাহ শুরু এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক : আজ ২১ জানুয়ারি দরপতন দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ২১ জানুয়ারি এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ২০.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৩১.০৩ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩টি এবং ১৪টির।

এদিন এসএমইতে ১৯ লাখ ৪৪ হাজার ৪৬৯টি শেয়ার ১ হাজার ৩৪৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার টাকার। সে হিসেবে লেনদেন কমেছে ৫ কোটি ৯৮ লাখ ৯৭ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৫০৩ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন কমেছে ৩৮ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়ান্ডারল্যান্ড টয়েজ। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ৫.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫ টাকা ৯০ পয়সায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা নিয়ালকোর ১০ পয়সা বা ০.১০ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকা ৯০ পয়সায়।

দর কমার শীর্ষে ছিল মাস্টার এগ্রো অর্গানিকা। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৬.০০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১ টাকা ৩০ পয়সায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কৃষিবিদ ফিডের। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৫ লাখ ১০ হাজার ১৯টি শেয়ার ২০৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ কোটি ৫২ লাখ ৪৮ হাজার টাকা।

শেয়ারনিউজ, ২১ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে