ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

ধসের বাজারেও শেয়ার কিনতে পারছে না বিনিয়োগকারীরা

২০২৪ জানুয়ারি ২১ ১২:০৫:০৮
ধসের বাজারেও শেয়ার কিনতে পারছে না বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (২১ জানুয়ারী) শেয়ারবাজারে স্বরণকালের ধস দেখা গেছে। ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম দিন লেনদেনের শুরুতেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২১৫ পয়েন্ট উধাও হয়ে যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে সূচকের পতন কমে আসে। এক পর্যায়ে ১৪৫ এর ঘরে এসে স্থিতি নেয়।

এদিন বেলা পৌনে ১২টায় লেনদেন হওয়া ৩৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে দেখা যায়, ৩২২টির দাম কমেছে, ২২টির দাম বেড়েছে এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এমন অবস্থায়ও একটি কোম্পানির শেয়ার কিনতে পারছে না বিনিয়োগকারীরা। কোম্পানিটি হলো বিডি থাই অ্যালুমিনিয়াম।

বিনিয়োগকারীরা বলছেন, আতঙ্কের বাজারেও এটি অন্তত একটি সুখবর যে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের তুমুল আগ্রহ রয়েছে। এই রকম যদি আরও কয়েকটি কোম্পানির শেয়ার ঝলক দিয়ে উঠতো, তাহলে বাজারের চেহারাই হয়তো বদলে যেতো।

এই সময়ে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার ৩২ টাকা ৬০ পয়সায় বিক্রেতাশুন্য হয়ে যায়। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২৭ টাকা ৮০ পয়সায়। এই রিপোর্ট আপলোড করার সময় পর্যন্ত কোম্পানিটির ৭৩ লাখ ৬১ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে।

বাই-সেলের টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে এখানে ক্লিক করুন

শেয়ারনিউজ, ২১ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে