ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

বড় উত্থানের প্রস্তুতিতে তথ্যপ্রযুক্তি খাতের শেয়ার

২০২৪ জানুয়ারি ১৭ ১৮:২০:৪৬
বড় উত্থানের প্রস্তুতিতে তথ্যপ্রযুক্তি খাতের শেয়ার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাাচনের পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় শেয়ারবাজারের গতি ফিরতে শুরু করেছে। বছরের প্রথম কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ইনডেক্স বা সূচক ছিল ৬ হাজার ২৪৬ পয়েন্ট। ১৩ কর্মদিবস পর আজ বুধবার (১৭ জানুয়ারি) সূচক বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৬ পয়েন্টে। এই সময়ে সূচক বেড়েছে ১০০ পয়েন্টের বেশি।

আলোচ্য সময়ে সূচক বাড়ার পাশাপাশি শেয়ারবাজারের লেনদেনও বেড়েছে। গত কিছুদিন আগেও বাজারের লেনদেন যেখানে ৩০০ কোটি টাকার ঘরে ছিল, এখন ৮০০ কোটির ঘরে পৌঁছেছে।

এই সময়ে বিভিন্ন খাতের শেয়ারের দামও বেড়েছে। তবে সব খাতের শেয়ার সমানভাবে বাড়েনি। কোনো কোনো খাতের কিছু কিছু শেয়ারের দামে চোখে পড়ার মতো বেড়েছে। তেমনি তথ্যপ্রযুক্তি খাতের শেয়ার দামও ঊর্ধ্বগতিতে রয়েছে। তবে এখাতের ভালো কিছু কোম্পানির শেয়ারের দাম এখনো তলানিতেই রয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, এসব শেয়ারে বিনিয়োগ করার এখন উপযুক্ত সময়। এসব শেয়ারে বিনিয়োগ করলে ভালো মুনাফা তোলার অনেক বেশি সম্ভাবনা রয়েছে।

তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে শেয়ারবাজার বিষয়ক টেকনিক্যাল অ্যানালাসিস চ্যানেল ‘স্টক অবজারভার’ আজ বিনিয়োগকারীদের জন্য একটি অ্যানালাইসিস তুলে ধরেছে। যার লিঙ্ক নিচে দেয়া হলো-

বড় উত্থানের প্রস্তুতিতে আইটি সেক্টর

শেয়ারনিউজ, ১৭ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে