ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

উত্থানের বাজারেও বিপর্যয়ে দুই খাত

২০২৪ জানুয়ারি ১৭ ১৮:২২:১৫
উত্থানের বাজারেও বিপর্যয়ে দুই খাত

নিজস্ব প্রতিবেদক : গত ৬ কার্যদিবস ধরেই দেশের শেয়ারবাজারে ধীরে ধীরে উত্থান হয়েছে। আজও তার ব্যতিক্রম হয়নি। তবে এই উত্থানের বাজারেও শেয়ার দরে বিপর্যয় হয়েছে দুই খাতের। খাত দুটি হলো- আর্থিক ও বীমা খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে এই দুই খাতে ব্যাপক দরপতন হয়েছে। এর মধ্যে আর্থিক খাতে কোনো কোম্পানির দর বাড়েনি। এই খাতের ২৩টি কোম্পানির মধ্যে ১৯টি ফ্লোর প্রাইসে আটকে রয়েছে এবং দর কমেছে ৪টির।

আজ আর্থিক খাতে ১ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৫৫৪টি শেয়ার ৩ হাজার ৪৪৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১১ কোটি ৯০ লাখ ৮৪ হাজার টাকা।

অন্যদিকে, বীমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে মাত্র ১টি কোম্পানির দর বেড়েছে। অপর ৫৬টি কোম্পানির মধ্যে ৪৫টির দর কমেছে এবং ফ্লোর প্রাইসে আটকে আছে ১১টি কোম্পানির শেয়ার দর।

আজ বীমা খাতে ২ কোটি ২৩ লাখ ১৫ হাজার ৮৯৫টি শেয়ার ৩০ হাজার ৫২৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১০৫ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার টাকা।

শেয়ারনিউজ, ১৭ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে