ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

শোকজেও থামানো যাচ্ছে না লাগামহীন খান ব্রাদার্সকে

২০২৪ জানুয়ারি ১৬ ২৩:৩৬:৪৪
শোকজেও থামানো যাচ্ছে না লাগামহীন খান ব্রাদার্সকে

নিজস্ব প্রতিবেদক : টানা বেড়েই চলেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর। কারণ ছাড়া অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে ইতিমধ্যে কোম্পানিটিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এরপরও কোম্পানিটির দর লাগাহীনভাবে বেড়েই চলেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৬ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ১০ টাকা ৪০ পয়সা বা ৭.৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ টাকা ২০ পয়সায়। যা গত ২ বছরের মধ্যে রেকর্ড সর্বোচ্চ।

গত বছরের সেপ্টেম্বর থেকেই কোম্পানিটির দর বাড়ছে। গত ১৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১৯ টাকা ৯০ পয়সা। যা গত ৪ মাসের মধ্যে সর্বোনিম্ন। গত ৪ মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২৮ টাকা ৩০ পয়সা বা ৮৬.৫৭ শতাংশ।

অথচ কোম্পানিটি ৩০ জুন ২০২৩ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে লোকসানের অজুহাতে বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড দেয়নি। এরপরও কোম্পানিটির দর বৃদ্ধির প্রবণতা কমেনি।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আর চলতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ পয়সা। যে কারণে কোম্পানিটির পিই রেশিও নেগেটিভ রয়েছে।

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১১ টাকা ৮৬ পয়সা।

২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১৫ কোটি টাকা ও ৯৮ কোটি ৮ লাখ টাকা।

এই কোম্পানির ৯ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৮৭৭টি শেয়ারের মধ্যে ৩০.১৩ শতাংশ উদ্যোক্ত পরিচালক, ৫.৭১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৬৪.১৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

বাজার সংশ্লিষ্ট ও বিনিয়োগকারীদের পক্ষ্য থেকে কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখার দাবি জানিয়েছে। তারা মনে করেন, যেখানে ভালো ভালো কোম্পানিগুলোর দর সে হারে বাড়ছেনা। বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ফ্লোর প্র্রাইসে আটকে রয়েছে। সেখানে এমন দুর্বল কোম্পানির শেয়ারদর বৃদ্ধি স্বাভাবিক বলে মেনে নেয়া যায় না। তাই নিয়ন্ত্রক সংস্থার উচিত কোম্পানিটির দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া।

মার্কেট লিডারে নতুন তিন কোম্পানি

শেয়ারনিউজ, ১৬ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে