ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

ইতিবাচক ধারায় এসএমই মার্কেট

২০২৪ জানুয়ারি ১৬ ২১:৫২:০২
ইতিবাচক ধারায় এসএমই মার্কেট

নিজস্ব প্রতিবেদক : ইতিবাচক ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেট। সাম্প্রতিক সময়ে স্বাভাবিক গতিতে লেনদেন হচ্ছে এসএমই মার্কেটে। গতকালের মত আজও ১৬ জানুয়ারি সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ লেনদেনের শুরু থেকেই সূচকের স্বাভাকি গতিতে লেনদেন হতে দেখা গেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ১৬ জানুয়ারি এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৭.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৭২.৩৭ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০টি, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির।

এদিন এসএমইতে ১ কোটি ১৯ লাখ ১৭ হাজার ৫৯৭টি শেয়ার ৩ হাজার ৮৯৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩২ কোটি ৮৬ লাখ ১৭ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ৩ লাখ ৬৮ হাজার টাকার। সে হিসেবে লেনদেন বেড়েছে ১১ কোটি ৮২ লাখ ৮৮ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৫৫৭ কোটি ৯০ লাখ ৩৭ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন কমেছে ১২ কোটি ২৭ লাখ ৪৪ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কৃষিবিদ ফিড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৪.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৯০ পয়সায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা কৃষিবিদ সিডের ৭০ পয়সা বা ৩.৪১ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ২০ পয়সায়।

দর কমার শীর্ষে ছিল মামুন এগ্রো। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৪.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৯ টাকায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মামুন এগ্রোর। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ১৮ লাখ ৫০ হাজার ২২৬টি শেয়ার ৪৭৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫ কোটি ৫২ লাখ ৪২ হাজার টাকা।

শেয়ারনিউজ, ১৬ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে