ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

ডিএসইতে ‘বি’ ক্যাটাগরির আধিপত্য

২০২৪ জানুয়ারি ১৬ ১৮:০৫:২৫
ডিএসইতে ‘বি’ ক্যাটাগরির আধিপত্য

নিজস্ব প্রতিবেদক : আজ ১৬ জানুয়ারি দেশের প্রধান স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির বা গেইনার তালিকায় ‘বি’ ক্যাটাগরির কোম্পানি আধিপত্য বিস্তার করেছে। এদিন ডিএসইর গেইনার তালিকা ৬টি কোম্পানিই ছিল ‘বি’ ক্যাটাগরির।

কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, ইনফরমেশন সার্ভিসেস, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, কে অ্যান্ড কিউ, সমতা লেদার এবং এসকে ট্রিমস।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বিচ হ্যাচারি। আজ ডিএসইতে কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৩০ শতাংশ বেড়ে প্রতিটি শেয়ার ৫৫ টাকা ২০ পয়সায় লেনদন হয়। এর ফলে কোম্পানিটি ড্সিইর দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

আর ৪ টাকা ৯০ পয়সা বা ৮.৯২ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার ৫৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

ডিএসইর দর বৃদ্ধির তালিকায় চতুর্থ স্থানে থাকা খান ব্রাদাসের দর বেড়েছে ১০ টাকা ৪০ পয়সা বা ৭.৫৪ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১৪৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

১৫ টাকা ৪০ পয়সা বা ৬.৪২ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় গেইনার তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে কে অ্যান্ড কিউ। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার ২৫৫ টাকায় লেনদেন হয়েছে।

আজ ডিএসইর গেইনার তালিকায় সপ্তম স্থানে অবস্থান করছে সমতা লেদার। এদিন ডিএসইতেকোম্পানিটির ৩ টাকা ৫০ পয়সা বা ৫.৮৫ শতাংশ দর বেড়ে প্রতিটি শেয়ার ৬৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

ডিএসইর দর বৃদ্ধির তালিকায় দশম স্থানে থাকা এসকে ট্রিমিসের দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৫.১৪ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩২ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ১৬ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে