ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

‘বি’ ক্যাটাগরির শেয়ারে বড় ঝড়

২০২৪ জানুয়ারি ১৪ ২১:৩৩:১৯
‘বি’ ক্যাটাগরির শেয়ারে বড় ঝড়

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (১৪ জানুয়ারি) শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ‘বি’ গ্রুপের কোম্পানিগুলোর সবচেয়ে বেশি পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে থাকা ১০টি কোম্পানির মধ্যে ৯টিই ছিল ‘বি’ গ্রুপের।

কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম, সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, এফএএস ফাইন্যান্স, অলিম্পিক অ্যাক্সেসরিজ, স্ট্যান্ডার্ড সিরামিক, রূপালী ব্যাংক, ফু-ওয়াং ফুড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে আজ বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর কমেছে ৯.৩৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭.৭৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৬.৯৯ শতাংশ, এফএএস ফাইন্যান্সের ৬.৪৫ শতাংশ, অলিম্পিক অ্যাক্সেসরিজের ৫.৮১ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারদর কমেছে ৫.১৪ শতাংশ, রূপালি ব্যাংকের ৪.৯৭ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৪.৬৪ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৪.৫৫ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, কোম্পানিগুলোর শেয়ারদর গত কয়েকদিন যাবতই পতন প্রবণতায় রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর গত ৮ জানুয়ারি ছিল ৩১ টাকা ৪০ পয়সা। সেই হিসাবে কোম্পানিটির শেয়ারদর গত চার কর্মদিবসে কমেছে ৫ টাকা ২০ পয়সা বা ১৯.৮৪ শতাংশ।

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর গত ১০ জানুয়ারি ছিল ১৯ টাকা ৪০ পয়সা। সেই হিসেবে কোম্পানিটির শেয়ারদর গত দুই কর্মদিবসে কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ১৬.১৬ শতাংশ।

খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ারদর গত ৯ জানুয়ারি ছিল ২৯ টাকা। সেই হিসেবে কোম্পানিটির শেয়ারদর গত তিন কর্মদিবসে কমেছে ৩ টাকা ৭০ পয়সা বা ১৪.৬২ শতাংশ।

এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের শেয়ারদর গত ১১ জানুয়ারি ছিল ৬ টাকা ২০ পয়সা। সেই হিসেবে কোম্পানিটির শেয়ারদর গত এক কর্মদিবসে কমেছে ৪০ পয়সা বা ৬.৮৯ শতাংশ।

অলিম্পিক অ্যাক্সেসরিজের শেয়ারদর গত ৯ জানুয়ারি ছিল ১৬ টাকা ২০ পয়সা। সেই হিসেবে কোম্পানিটির শেয়ারদর গত তিন কর্মদিবসে কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ১০.৯৫ শতাংশ।

স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের শেয়ারদর গত ৯ জানুয়ারি ছিল ১৪০ টাকা ৯০ পয়সা। সেই হিসেবে কোম্পানিটির শেয়ারদর গত তিন কর্মদিবসে কমেছে ১৩ টাকা ৬০ পয়সা বা ১০.৬৮ শতাংশ।

রূপালী ব্যাংকের শেয়ারদর গত ১১ জানুয়ারি ছিল ৩৮ টাকা ২০ পয়সা। সেই হিসেবে কোম্পানিটির শেয়ারদর গত এক কর্মদিবসে কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ৫.২৩ শতাংশ।

ফু-ওয়াং ফুডসের শেয়ারদর গত ৮ জানুয়ারি ছিল ২৯ টাকা ৫০ পয়সা। সেই হিসেবে কোম্পানিটির শেয়ারদর গত তিন কর্মদিবসে কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৯.১৫ শতাংশ।

ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারদর গত ১০ জানুয়ারি ছিল ৬ টাকা ৭০ পয়সা। সেই হিসেবে কোম্পানিটির শেয়ারদর গত দুই কর্মদিবসে কমেছে ৪০ পয়সা বা ৬.৩৪ শতাংশ।

দুই কোম্পানির পরিচালকদের শেয়ার বিক্রির ঘোষণা

শেয়ারনিউজ, ১৪ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে