ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

সূচকের উত্থানে সপ্তাহ শেষ এসএমই মার্কেটে

২০২৪ জানুয়ারি ১১ ১৭:৩৭:২০
সূচকের উত্থানে সপ্তাহ শেষ এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক : আজ ১১ জানুয়ারি সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে সূচকের উত্থান হলেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ১১ জানুয়ারি এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ১.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭৩.৪২ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭টি, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির।

এদিন এসএমইতে ৯৪ লাখ ২৩ হাজার ৮০৮টি শেয়ার ৩ হাজার ৬০০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২১ কোটি ৭৫ লাখ ৫১ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৩৫ লাখ ২৭ হাজার টাকার। সে হিসেবে লেনদেন কমেছে ২ কোটি ৫১ লাখ ৮২ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৫৫১ কোটি ৬৬ লাখ ৫১ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন কমেছে ১৪ কোটি ৩৩ লাখ ৮১ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অ্যাগ্রো অর্গানিকা। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকা ২০ পয়সায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা বিডি পেইন্টসের ১ টাকা ১০ পয়সা বা ৩.৯২ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ২৯ টাকা ১০ পয়সা।

দর কমার শীর্ষে ছিল হিমাদ্রী। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০৫ টাকা বা ৪.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১ টাকা।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অরিজা এগ্রো। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ২৩ লাখ ১৭ হাজার ৮৯৩টি শেয়ার ৪৮০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪ কোটি ৯ লাখ ৩৪ হাজার টাকা।

শেয়ারনিউজ, ১১ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে