ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানে ফিরেছে এসএমই মার্কেট

২০২৪ জানুয়ারি ১০ ১৮:১৭:১৪
উত্থানে ফিরেছে এসএমই মার্কেট

নিজস্ব প্রতিবেদক : আজ ১০ জানুয়ারি দর সংশোধনের পর আবারও উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেট। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন পতনের চেয়ে উত্থানের পরিমাণ ছিল বেছি। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে উল্লেখযোগ্য হারে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ১০ জানুয়ারি এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৬৪.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭২.১৯ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫টি, কমেছে ২টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির।

এদিন এসএমইতে ৯৯ লাখ ৪ হাজার ৮৫৯টি শেয়ার ৮৭ হাজার ৪ হাজার ১৮৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২৪ কোটি ৩৫ লাখ ২৭ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৬ লাখ ১৬ হাজার টাকার। সে হিসেবে লেনদেন বেড়েছে ১২ কোটি ৪৮ লাখ ৩৯ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৬ কোটি ৩২ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন কমেছে ৭১ কোটি ১৫ লাখ ২২ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেঙ্গল বিস্কিট। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা ৮০ পয়সায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা এগ্রো অর্গানিকার ৩ টাকা বা ৯.৭০ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯০ পয়সা।

দর কমার শীর্ষে ছিল ইউসুফ ফ্লাওয়ার। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩৭ টাকা ৭০ পয়সা বা ২.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬০০ টাকা।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিডি পেইন্টসের। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৩ লাখ ৪৬ হাজার ৬০৭টি শেয়ার ২১০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৫ লাখ ৮৮ হাজার টাকা।

শেয়ারনিউজ, ১০ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে