ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

ডিএসই থেকে সরকারের রাজস্ব কমেছে

২০২৪ জানুয়ারি ১০ ১৭:৩০:৩৭
ডিএসই থেকে সরকারের রাজস্ব কমেছে

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার টাকার। আগের বছরের একই সময়ের তুলনায় সরকারের রাজস্ব আয় কমেছে সাড়ে ৩ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্যবেক্ষণে দেখা যায়, চলতি অর্থবছরের ডিসেম্বর মাসে ডিএসইতে মোট ১০ হাজার ২০৬ কোটি ৫ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুায়ল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। সেখান থেকে লেনদেনের ওপর কমিশন বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ১৭৩ টাকা।

অন্যদিকে, গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৭ হাজার ২২১ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা। সেখান থেকে রাজস্ব আয় হয়েছিল ১৬ কোটি ০৩ লাখ ২৯ হাজার ২৮১ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে সরকার রাজস্ব কমেছে ৩ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ১০৮ টাকা।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, দুই ধরনের শেয়ার কেনা-বেচা থেকে সরকার রাজস্ব আয় করে। প্রথমটি হলো- কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনা-বেচা থেকে রাজস্ব আয়। দ্বিতীয়টি হলো- বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচায় ব্রোকারেজ হাউজের ওপর আরোপিত কর।

ডিএসইর তথ্যানুযায়ী, দুই ধরনের করের মধ্যে প্রথমটি হলো- ডিএসইর বোনাস হোল্ডারদের দৈনিক লেনদেনের ওপর দশমিক ০৫ শতাংশ কর। এ খাত থেকে চলতি বছরের ডিসেম্বর মাসে রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ৪২ লাখ ৩৪ হাজার ১৪২ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমান ছিল ৭ কোটি ১৭ লাখ ২৮ হাজার ৫৮৫ টাকা।

বিএসইসি রুলস ৫৩-এম অনুসারে, স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন ও শেয়ার হস্তান্তর থেকে ৫ শতাংশ হারে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ১ কোটি ৯৩ লাখ ২৯ হাজার ৩১ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমান ছিল ৮ কোটি ৮৬ লাখ ৬৯৬ টাকা।

সব মিলিয়ে ডিএসই থেকে মোট রাজস্ব আয় হয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ১৭৩ টাকা। ডিএসই এ টাকা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে।

শেয়ারনিউজ, ১০ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে