ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

বিক্রেতাশূন্য দুই কোম্পানির শেয়ার

২০২৪ জানুয়ারি ১০ ১২:০০:১৭
বিক্রেতাশূন্য দুই কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের আড়াই ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড ও আরএসআরএম স্টিল লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন বেলা ১১টা ১৬ মিনিট পর্যন্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সের স্ক্রিনে ১৪ লাখ ৮৪ হাজার ৪১৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৬ টাকা ৭০ পয়সা দরে।

অন্যদিকে, একই সময় আরএসআরএমের স্ক্রিনে ৫ লাখ ৯ হাজার ৪৮১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ২১ টাকা ৭০ পয়সা দরে। গতকাল এই শেয়ারটির সমাপনী দরছিল ২১ টাকা ৭০ পয়সা।

শেয়ারনিউজ, ১০ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে