ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্লক মার্কেটে ২ খাতের দখলে ৫১.০৭ শতাংশ লেনদেন

২০২৪ জানুয়ারি ০৯ ১৮:৩০:৩৬
ব্লক মার্কেটে ২ খাতের দখলে ৫১.০৭ শতাংশ লেনদেন

নিজস্ব প্রতিবেদক : আজ ০৯ জানুয়ারি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) ব্লক মার্কেটে অংশ নিয়েছে ৫৯টি কোম্পানি। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্যাংক ও বীমা খাতের ৬ কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ ব্লক মার্কেটের ৫১.০৭ শতাংশ লেনদেন হয়েছে এ দ্ইু খাতের ১৩ কোম্পানির। এর মধ্যে ব্যাংক খাতের ১০টি ও আর্থিক খাতের ৩টি কোম্পানি রয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে এই দুই খাতের ১৩ কোম্পানির মোট ১৯ কোটি ১৪ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে ব্যাংক খাতের ১০ কোম্পানির মোট ৩ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকা এবং আর্থিক খাতের ৩ কোম্পানির ১৫ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার টাকার শেয়ারলেনদেন হয়েছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের। আজ ব্লক মার্কেটে কোম্পানিটির ১৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ৬০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ৬০ লাখ ৮০ হাজার টাকার।

অন্য ১৩টি কোম্পানির মধ্যে- ব্র্যাক ব্যাংকের ৫৯ লাখ ৩০ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ৫০ লাখ ৮১ হাজার টাকা, রূপালী ব্যাংকের ১৮ লাখ ৮৩ হাজার টাকা, ইউসিবির ১৪ লাখ ৩৫ হাজার টাকা, এনআরবিসি ব্যাংকের ৭ লাখ ৩২ হাজার টাকা, এক্সিম ব্যাংকের ৬ লাখ ৮৩ হাজার টাকা, মার্কেন্টাইল ব্যাংকের ৫ লাখ ৩০ হাজার টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ৫ লাখ ৩ হাজার টাকা, ন্যাশনাল হাউজিংয়ের ৫ লাখ ৭০ হাজার টাকা এবং আইপিডিসির ৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ০৯ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে