ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

ইন্ট্রাকো রি-ফুয়েলিং কনভার্টেবল বন্ডে আবেদনের তারিখ নির্ধারণ

২০২৪ জানুয়ারি ০৩ ১৭:১৯:৪৮
ইন্ট্রাকো রি-ফুয়েলিং কনভার্টেবল বন্ডে আবেদনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির বন্ডে আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির বন্ডের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১০ জানুয়ারি; যা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বন্ডটি ছেড়ে কোম্পানিটি ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। বন্ডের ২০ কোটি টাকার ইউনিট বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে বরাদ্দ করা হবে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে ১৫ কোটি টাকার বন্ড। অবশিষ্ট ১৫ কোটি টাকা সংগ্রহ করা হবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে।

আলোচিত বন্ডের নাম ‘ইন্ট্রাকো রিফুয়েলিং কনভার্টিবল বন্ড’। এর মেয়াদ হবে ৭ বছর। এর সুদের হার ৭ শতাংশ। এটি হবে আনসিকিউরড এবং কানভার্টিবল। এই বন্ডের পুরোটাই চাইলে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারে রূপান্ত করা যাবে।

গত ১ অক্টোবর বন্ড ইস্যুর বিষয়ে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে সম্মতিপত্র পেয়েছে।

বন্ড ইস্যুর মঅধ্যমে সংগ্রহ করা অর্থ তিনটি নতুন সিএনজি স্টেশন স্থাপন, ৫টি এলপিজি স্টেশন স্থাপন এবং ৫টি মাদার-ডটার সিএনজি স্টেশন স্থাপনে ব্যয় করা হবে।

শেয়ারনিউজ, ০৩ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে