ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

সপ্তাহজুড়ে ১০ খাতে লেনদেন কমেছে সাড়ে ১১৭ কোটি টাকা

২০২৩ ডিসেম্বর ৩০ ২০:৫০:০০
সপ্তাহজুড়ে ১০ খাতে লেনদেন কমেছে সাড়ে ১১৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৪-২৪ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ খাতে লেনদেন কমেছে ১১৭ কোটি ৬৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

খাতগুলো হলো- বস্ত্র, ওষুধ ও রসায়ন, বিবিধ, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, সিরামিক, আর্থিক, পাট, চামড়া ও তথ্য প্রযুক্তি খাত।

জানা যায়, খাতগুলোর মধ্যে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন কমেছে বস্ত্র খাতে। সপ্তাহজুড়ে এ খাতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৫২ কোটি ৯১ লাখ টাকা কম।

সপ্তাহজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে ওষুধ ও রসায়ন খাতে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে এ খাতের ৭৫ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২১ কোটি ৭১ লাখ টাকা কম।

সপ্তাহজুড়ে তৃতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে বিবিধ খাতে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে এ খাতের ১৫ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১৩ কোটি ৬৯ লাখ টাকা কম।

সপ্তাহজুড়ে অন্য খাতগুলোর মধ্যে- প্রকৌশল খাতে ৮১ কোটি ১৬ লাখ টাকা , খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩৩ কোটি ৪৫ লাখ টাকা, সিরামিক খাতে ১১ কোটি ৭৮ লাখ টাকা, আর্থিক খাতে ২ কোটি ৯৩ লাখ টাকা, খাতে ৩ কোটি ২৪ লাখ টাকা, চামড়া খাতে ১ কোটি ৭৯ লাখ টাকা, এবং তথ্য প্রযুক্তি খাতে ১১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ৩০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে