ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

উভয় স্টক এক্সচেঞ্জে অনাগ্রহ ৬ কোম্পানিতে

২০২৩ ডিসেম্বর ২৬ ১৭:০৫:৩৩
উভয় স্টক এক্সচেঞ্জে অনাগ্রহ ৬ কোম্পানিতে

নিজস্ব প্রতিবেদক : আজ ২৬ ডিসেম্বর দেশের উভয় স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের অনাগ্রহ দেখা গেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ারে। কোম্পানিগুলো হলো- সি পার্ল হোটেল, স্ট্যান্ডার্ড সিরামিকস, বিচ হ্যাচারি, ইমাম বাটন, এমারেল্ড অয়েল এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এদিন বিনিয়োগকারীদের অনাগ্রহের কারণে উভয় স্টক এক্সচেঞ্জের দর পতন বা লুজার তালিকায় অবস্থান করছে এই ৬ কোম্পানির শেয়ার। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে সি পার্ল হোটেল। এদিন ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ১১ টাকা ১০ পয়সা বা ৯.৯২ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১০০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জের (সিএসই) লুজার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে কোম্পানিটি। এদিন সিএসইতে কোম্পানিটির দর কমেছে ১১ টাকা ১০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। আজ সিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১০০ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

আজ ডিএসইর লুজার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস। এদিন কোম্পানিটির দর কমেছে ১২ টাকা ৫০ পয়সা বা ৭.৬৭ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১৫০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

আজ সিএসইর লুজার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে কোম্পানিটি। এদিন সিএসইতে কোম্পানিটির দর কমেছে ১৬ টাকা বা ৯.৩৫ শতাংশ। আজ সিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১৫৫ টাকায় লেনদেন হয়েছে।

আজ ডিএসইর লুজার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বিচ হ্যাচারি। এদিন কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ৩০ পয়সা বা ৬.৫৪ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৪৭ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

আজ সিএসইর লুজার তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে প্রতিষ্ঠানটি। এদিন সিএসইতে প্রতিষ্ঠানটির দর কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৭.৪৪ শতাংশ। আজ সিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৪৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

আজ ডিএসইর লুজার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইমাম বাটন। এদিন কোম্পানিটির দর কমেছে ২ টাকা বা ৫.৪৪ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১৮৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

আজ সিএসইর লুজার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে কোম্পানিটি। এদিন সিএসইতে কোম্পানিটির দর কমেছে ১৮ টাকা বা ৯.৫৭ শতাংশ। আজ সিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১৭০ টাকায় লেনদেন হয়েছে।

আজ ডিএসইর লুজার তালিকায় সপ্তম স্থানে রয়েছে এমারেল্ড অয়েল। এদিন কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ৩০ পয়সা বা ৪.২৬ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৭৪টাকায় লেনদেন হয়েছে।

আজ সিএসইর লুজার তালিকার দশম স্থানে অবস্থান করছে প্রতিষ্ঠানটি। এদিন সিএসইতে প্রতিষ্ঠানটির দর কমেছে ৪ টাকা বা ৫.০৬ শতাংশ। আজ সিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৭৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

আজ ডিএসইর লুজার তালিকায় অষ্টম স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৩.৯৪ শতাংশ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৭৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

আজ সিএসইর লুজার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কোম্পানিটি। এদিন সিএসইতে কোম্পানিটির দর কমেছে ৮ টাকা বা ৯.৩০ শতাংশ। আজ সিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৭৮ টাকায় লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২৬ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে