ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

বারাকা পাওয়ারের ডিভিডেন্ড অনুমোদন

২০২৩ ডিসেম্বর ২৫ ০৭:১৪:৪৫
বারাকা পাওয়ারের ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজা তালিকাভুক্ত প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেডের ১৬ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় রোববার (২৪ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সহ অন্যান্য সকল প্রস্তাব অনুমোদিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হওয়ার পর কোম্পানি সচিব পরিচালনা পর্ষদ ও উপস্থিত শেয়ার হোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্ব আরম্ভ করেন।

বারাকা পাওয়ারের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী স্বাগত বক্তব্যে উল্লেখ করেন, বারাকা গ্রুপ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। কোম্পানি তার ব্যবসায়ীক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে।

বারাকা পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী তার বক্তব্যে কোম্পানির পরিচালক ও শেয়ার হোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি উল্লেখ করেন যে, ২০২২-২০২৩ অর্থ বছরে কোম্পানির নেট সম্মিলিত এনএভি ছিল ২১ টাকা ৯৯ পয়সা এবং শেয়ার প্রতি আয় সম্মিলিতভাবে দাঁড়িয়েছে ৫৬ পয়সা।

শেয়ারনিউজ, ২৫ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে