ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্লক মার্কেটের ৫.৫২ শতাংশ লেনদেন বস্ত্র খাতের দখলে

২০২৩ ডিসেম্বর ২৪ ১৮:০১:৫৯
ব্লক মার্কেটের ৫.৫২ শতাংশ লেনদেন বস্ত্র খাতের দখলে

নিজস্ব প্রতিবেদক : আজ ২৪ ডিসেম্বর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) ব্লক মার্কেটে অংশ নিয়েছে ৬১টি কোম্পানি। এদিন ব্লক মার্কেটে মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ২ লাখ টাকার। যার ৫.৫২ শতাংশ বস্ত্র খাতের দখলে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে বস্ত্র খাতের ১১টি কোম্পানির লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ১১ কোম্পানির মোট ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে বস্ত্র খাতের এই ১১ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মালেক স্পিনিংয়ের। আজ ব্লক মার্কেটে কোম্পানিটির মোট ৪৪ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ২২ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ডেল্টা স্পিনার্সের।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- এইচআর টেক্সটাইলের ১৯ লাখ টাকা, সি অ্যান্ড এ টেক্সটাইলের ১৫ লাখ ৫৪ হাজার টাকা, আমান কটনের ১০ লাখ ৯৯ হাজার টাকা, জাহিন টেক্সটাইলের ৯ লাখ ৩০ হাজার টাকা, প্যাসিফিক ডেনিমসের ৮ লাখ ৬ হাজার টাকা, জেনারেশন নেক্সটের ৫ লাখ ৯২ হাজার টাকা, সোনারগাঁও টেক্সটাইলের ৫ লাখ ২২ হাজার টাকা এবং ড্রাগন সোয়েটারের ৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২৪ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে