ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

উভয় স্টক এক্সচেঞ্জে ৮ প্রতিষ্ঠানে আগ্রহ কমেছে বিনিয়োগকারীদের

২০২৩ ডিসেম্বর ২২ ২২:০৫:২৫
উভয় স্টক এক্সচেঞ্জে ৮ প্রতিষ্ঠানে আগ্রহ কমেছে বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবদেক : বিদায়ী সপ্তাহে (১৭-২১ ডিসেম্বর) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে আগ্রহ কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ প্রতিষ্ঠানে। এগুলো হলো- সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, এমারেল্ড অয়েল, ডমিনেজ স্টিল, আফতাব অটোমোবাইলস, এসকে ট্রিমস, জিকিউ বলপেন, আজিজ পাপইস এবং ইয়াকিন পলিমার। এই ৮ প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের আগ্রহ কমায় উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতন বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ২২.৮৪ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ প্রতিষ্ঠানের ৬৬ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১৩ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ২৩.৪৬ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ প্রতিষ্ঠানের ৬ কোটি ৩৯ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে এমারেল্ড অয়েল।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭.৭৮ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৩১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৬ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৭.৯৭ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৪ কোটি ৩৪ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ডমিনেজ স্টিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১.৭৬ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ২৬ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ৯.১৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৮৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে আফতাব অটোমোবাইলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১.৩১ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ১৮ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২.১৫ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১৫ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে এসকে ট্রিমস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০.২৬ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৩৩ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৬ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০.২৯ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ২০ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে জিকিউ বলপেন।

সপ্তাহজুড়ে ফান্ডটির ১০.১৪ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানির ১৯ কোটি ৯১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৩ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার নবম অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯.০৮ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানির ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে আজিজ পাইপস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০.০১ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৩২ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০.৫০ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ২৩ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার নবম স্থানে অবস্থান করছে ইয়াকিন পলিমার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯.৫৮ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৪৪ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৮ কোটি ৮৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০.১২ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৪৯ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২২ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে