ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

আবারও দরপতন এসএমই মার্কেটে

২০২৩ ডিসেম্বর ২১ ১৮:০৪:৫১
আবারও দরপতন এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক : ৩ কার্যদিবস পর ঘুরে দাঁড়ালেও আজ ২১ ডিসেম্বর সপ্তাহের শেষ কার্যদিবসে আবারও দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। আজ ২১ ডিসেম্বর সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে এসএমই মার্কেটে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ২১ ডিসেম্বর এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ১৫.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৬২.২৩ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪টি, কমেছে ১১টি এবং অপরিবর্তিত রয়েছে ১টির।

এদিন এসএমইতে ২৮ লাখ ২ হাজার ৩৯৭টি শেয়ার ১ হাজার ৮১৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ২৪ হাজার টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১৩ কোটি ২৩ লাখ ৮১ হাজার টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৬ কোটি ২৪ লাখ ৫৭ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৩১০ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন কমেছে ১৯ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এগ্রো অর্গানিকা। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সা। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা কোম্পানি বেঙ্গল বিস্কিটের ৩ টাকা ৭০ পয়সা ৩.৯৩ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৯৭ টাকা ৯০ পয়সা।

দর কমার শীর্ষে ছিল বিডি পেইন্টস। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৩.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬২ টাকা।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মামুন এগ্রোর। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৭ লাখ ৪৯ হাজার ১৮৬টি শেয়ার ২৪৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ কোটি ৯৪ লাখ ১১ হাজার টাকা।

শেয়ারনিউজ, ২১ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে