ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

নতুন নামে আসছে আরএন স্পিনিং

২০২৩ নভেম্বর ৩০ ২১:৪৯:৩১
নতুন নামে আসছে আরএন স্পিনিং

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর এন স্পিনিং মিলস লিমিটেড নতুন নামে আসছে। কোম্পানিটির নতুন নাম হবে- স্মার্ট ইন্ডাস্ট্রিজ পিএলসি।

কোম্পানিটি জানিয়েছে, গতকাল ২৯ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নামকরণের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২৭ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন করা হবে। শেয়ারহোল্ডারদের সম্মতি এবং রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) এর অনুমতি সাপেক্ষে নাম পরিবর্তন হবে।

এর আগে কোম্পানিটি একই উদ্যোক্তাদের মালিকানাধীন অপর কোম্পানি সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলসের সাথে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টিতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদনও দিয়েছে।

শেয়ারনিউজ, ৩০ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে