ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশে প্রথম রাশিয়ার যুদ্ধজাহাজ

২০২৩ নভেম্বর ১৩ ০৭:০৩:৫৬
বাংলাদেশে প্রথম রাশিয়ার যুদ্ধজাহাজ

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো বাংলাদেশের বন্দরে এসেছে রুশ যুদ্ধজাহাজ। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের জাহাজ তিনটি রোববার (১২ নভেম্বর) চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ঢাকায় নিযুক্ত রুশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, অ্যাডমিরাল ট্রাইবাটস ও অ্যাডমিরাল প্যান্টেলেভ নামে দুটি সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ ও পেচেঙ্গা নামে একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে।

এর আগে সর্বশেষ ১৯৭২ সালে মাইন অপসারণ অভিযান পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দরে এসেছিল একটি রুশ নৌবহর।

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টিটস্কি তাসকে জানান, চট্টগ্রাম নৌবন্দর থেকে মাইন অপসারণের জন্য ৫০ বছর আগে একটি রুশ নৌবহর মোতায়েন করা হয়েছিল। তখন বহরটি এসেছিল সদ্য স্বাধীন হওয়া একটি দেশকে মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে।

তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় এই বন্দরে অনেক মাইন বসানো হয়েছিল, যে কারণে অনেক জাহাজ ডুবেও গিয়েছিল। তখন মাইন সংকটের সমাধানে বাংলাদেশ সরকার অনেক দেশের কাছে আবেদন জানিয়েছিল।

তিনি আরও জানান, কিছু দেশ তাতে সাড়া দিলেও বিনিময়ে বিপুল অর্থ দাবি করে। সদ্য স্বাধীন হওয়া একটি দেশের কাছে তখন অত টাকা ছিল না। সে সময় একমাত্র দেশ হিসেবে মানবিক বিবেচনায় এগিয়ে আসে সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)।

শেয়ারনিউজ, ১৩ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে