ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

রোববার থেকে আরও ২ দিনের অবরোধ ঘোষণা বিএনপির

২০২৩ নভেম্বর ০২ ১৮:৪২:৫৪
রোববার থেকে আরও ২ দিনের অবরোধ ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক : তিনদিনের অবরোধ কর্মসূচির পর আগামী সপ্তাহে নতুন করে আবারও অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী রোববার ও সোমবার (৫–৬ নভেম্বর) অবরোধ পালনের ঘোষণা করেছে দলটি।

এর আগে এই সপ্তাহে মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশব্যাপী অবরোধের ঘোষণা দিয়েছিল বিএনপি।

আজ (০২ নভেম্বর) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এই কর্মসূচির ঘোষণা দেন।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে হামলা ও সংঘর্ষের পর ২৯ অক্টোবর সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল এটি।

তারপর একদিন বিরতি নিয়ে অবরোধ ঘোষণা করেন রুহুল কবির রিজভী। রিজভী জানিয়েছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করাসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতা-কর্মীদের গ্রেফতার, হত্যা এবং ২৮ অক্টোবর দেশব্যাপী বিএনপির সভা-সমাবেশে করা হামলার প্রতিবাদে সর্বাত্মক অবরোধের কর্মসূচি পালিত করবে এটি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার পতনসহ বিভিন্ন দাবিতে 'একদফা' আন্দোলন করছে বিএনপি।

শেয়ারনিউজ, ০২ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে