ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

আবেদনের ৮ দিনের মধ্যে ভারতীয় ভিসা পাওয়া যাবে

২০২৩ অক্টোবর ২৪ ০৯:৪৮:৪৪
আবেদনের ৮ দিনের মধ্যে ভারতীয় ভিসা পাওয়া যাবে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ খুলনা অঞ্চলের ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় বরিশালের বানারীপাড়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা ও কালীমন্দির পরিদর্শনকালে উপস্থিত সুধিজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ইন্দ্রজিৎ সাগর বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের জন্য ভারতীয় ভিসা এখন আবেদনের মাত্র আট দিনের মধ্যে পাওয়া যাবে।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবে আপনাদের কাছে এসে আমি খুবই আনন্দিত। আমি আপনার সাথে এখানে শারদীয় উত্সব উপভোগ করতে পেরে খুব খুশি। আপনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। এ জন্য তিনি বানারীপাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের যে কোনো প্রয়োজনে সবসময় আমাকে পাশে পাবেন। আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা।

এর আগে তিনি বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি ব্রিটিশবিরোধী আন্দলনের নেতা কুমোদ বিহারী গুহ ঠাকুরতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা ও কালীমন্দির পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় সংসদ-সদস্য ও পৌর মেয়রসহ মন্দির কমিটির নেতারা তাকে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এরপর তিনি বানারীপাড়া বন্দরবাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির ও লোকনাথ মন্দির পরিদর্শন করেন।

শেয়ারনিউজ, ২৪ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে