ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫
Sharenews24

দুঃসংবাদ দিলেন আরিফিন শুভ

২০২৩ অক্টোবর ১৭ ১৭:০৭:১৯
দুঃসংবাদ দিলেন আরিফিন শুভ

নিজস্ব প্রতিবেদক : ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবিটি মুক্তির পর থেকেই আরিফিন শুভ তার দক্ষ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগালের নির্দেশনায় বঙ্গবন্ধুর চরিত্রে শুভর অসাধারণ অভিনয়ে মুগ্ধ সবাই।

কিন্তু এরই মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা তার ফেসবুকে পোস্টের মাধ্যমে ভক্তদের দিলেন দুঃসংবাদ। জানান, আজ বিকেলেই অপারেশন হতে চলেছে তার।

মঙ্গলবার (১৭ অক্টোবর) আরিফিন শুভ তার ফেসবুকে হাসপাতালের বেডে চিকিৎসারত অবস্থায় একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, বছর খানেক ধরে পলিপাস সমস্যায় ভুগছিলাম, গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও মুজিব ছবির ব্যস্ততায় সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে উঠেনি।

তিনি লেখেন, পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে, আজ বিকেলেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে। আগামী সপ্তাহেই আবার আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে। ৮৩ কোটি টাকা বাজেটের এই সিনেমার জন্য পারিশ্রমিক হিসেবে মাত্র ১ টাকা নিয়েছেন আরিফিন শুভ।

এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ, বঙ্গমাতার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া সহ শতাধিক অভিনেতা কাজ করেছেন।

শেয়ারনিউজ, ১৭ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে