ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সকালে উত্থানের ছোঁয়া, বিকালে পতনের ঝাপ্টা

২০২৩ আগস্ট ২২ ১৫:১৫:২৮
সকালে উত্থানের ছোঁয়া, বিকালে পতনের ঝাপ্টা

নিজস্ব প্রতিবেদক : আগের দুই কর্মদিবস শেয়ারবাজারে বড় উত্থানের হাতছানি দিয়েছিল। ওই দুই দিন উভয় শেয়ারবাজারে সব সূচক ছিল ইতিবাচক। সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবারও (২২ আগস্ট) ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে কিছুক্ষণ পরই বড় পতনে রূপ নেয় উভয় শেয়ারবাজার।

এদিন দুপুর সাড়ে ১২টায় প্রধান শেয়ারবাজার ঢাক স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ১০ পয়েন্টের বেশি বেড়ে যায়। এই সময়ে বড় বিনিয়োগকারীরা সেল প্রেসার বাড়াতে থাকে। ফলে ২-৩ মিনিট পরই বাজার ফের পতনে মোড় নেয়। যা সামান্য উঠা-নামার পর শেষ বেলায়ও পতনের বৃত্তে আটকে যায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বড় বিনিয়োগকারীরা নানা আতঙ্ক ও গুজব ছড়িয়ে ছোট বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার হাতিয়ে নেওয়ার কৌশলে রয়েছে। যার ফলে বাজার ইতিবাচক ধারাই ফিরতে শুরু করলেই তা বেশি দিন ঠিক থাকতে পারছে না।

আজ শেয়ারবাজারের সব সূচক কমেছে। আজ যে পরিমাণ কোম্পানির দর বেড়েছে তার চেয়ে ২ গুন কোম্পানির দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৮.৫১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৫৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৫.১১ পয়েন্টে ও দুই হাজার ১৩৫.৭৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬টির বা ১৭.২৯ শতাংশের, দর কমেছে ১০৮টির বা ৩৩.৩৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টির বা ৪৯.৩৯ শতাংশের দর।

এদিন ডিএসইতে ৫০৩ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭ কোটি ৪৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৯৫ কোটি ৭১ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ৩.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৬.৪০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৮০ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৮৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৯.৬৬ পয়েন্ট এবং সিএসআই ০.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১০৫.৪৮ পয়েন্টে, এক হাজার ৩০৫.৫৭ পয়েন্টে, ১৩ হাজার ৩৪৪.১১ পয়েন্টে এবং একহাজার ১৬৯.৯৩ পয়েন্টে।

সিএসইতে আজ ১৭৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৪৯টির আর দর অপরিবর্তিত রয়েছে ৭৮টি। সিএসইতে আজ ৯ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২২ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে