ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

ব্যাংক কর্মকর্তা ছাদ থেকে পড়ে মারা গেলেন, যা বলছে পুলিশ

২০২৬ জানুয়ারি ২৪ ১১:১০:৪৬
ব্যাংক কর্মকর্তা ছাদ থেকে পড়ে মারা গেলেন, যা বলছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা এলাকায় একটি আটতলা ভবনের ছাদ থেকে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি জনতা ব্যাংকের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শাখায় ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুবীর বিশ্বাসকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তবে তিনি কীভাবে ভবন থেকে পড়ে যান কিংবা মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, নিহত সুবীর বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার বাসিন্দা এবং শচীন বিশ্বাসের ছেলে। এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে