ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

হাসনাতকে রুখতে বিএনপি জোটের প্রার্থী হলেন যিনি

২০২৬ জানুয়ারি ২৪ ০০:৩০:৩৬
হাসনাতকে রুখতে বিএনপি জোটের প্রার্থী হলেন যিনি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসেছে। বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং পরবর্তীতে হাইকোর্টে রিট খারিজ হয়ে যাওয়ায় এই আসনে দলটির নিজস্ব কোনো প্রার্থী থাকছে না। এই শূন্যতা পূরণে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন এখন থেকে বিএনপি জোটের প্রতিনিধি হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হবেন। শুক্রবার দুপুরে জসিম উদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা নিয়ে এখনো আশাবাদী স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাঁদের দাবি, আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি শেষ পর্যন্ত প্রার্থিতা ফিরে পাবেন এবং আগামী সোমবার এ বিষয়ে আপিল শুনানি হওয়ার কথা রয়েছে। তবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ইতিমধ্যেই গণমাধ্যমকে জানিয়েছেন যে, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা-৪ আসনে জসিম উদ্দিনই এখন থেকে বিএনপি জোটের একক প্রার্থী হিসেবে কাজ করবেন।

নুরুল হক নুর তাঁর ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে স্পষ্ট করেছেন যে, মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের পর কৌশলগত কারণে জসিম উদ্দিনকে জোটের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে, এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের হেভিওয়েট প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহও ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান ইতিমধ্যেই পাঁচজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন।

বর্তমানে আসনটিতে নির্বাচনী আমেজ তুঙ্গে। শুক্রবার সকাল থেকেই জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং গণঅধিকারের জসিম উদ্দিনসহ অন্যান্য প্রার্থীরা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ শুরু করেছেন। এই নির্বাচনী উত্তাপ এবং রাজনৈতিক দলগুলোর নতুন জোটবদ্ধ হওয়া আগামী অর্থবছরগুলোতে স্থানীয় উন্নয়নে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। ব্যবসায়ীরা আশা করছেন, ভোটের পর স্থিতিশীল পরিবেশ বজায় থাকলে বাজারে ক্যাশ প্রবাহ ও ব্যবসায়িক আস্থার উন্নয়ন ঘটবে, যার প্রভাব পরোক্ষভাবে শেয়ারবাজারেও পড়তে পারে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে