ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

কৃষি কার্ড ও যুবকদের কর্মসংস্থানের ঘোষণা তারেক রহমানের

২০২৬ জানুয়ারি ২৪ ০০:০৮:৫৫
কৃষি কার্ড ও যুবকদের কর্মসংস্থানের ঘোষণা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাঁর দল রাষ্ট্রক্ষমতায় গেলে যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি, কৃষিখাতের আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং বস্তিবাসীদের পুনর্বাসনের মতো সামাজিক সংকট নিরসনে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। শুক্রবার রাজধানীর ভাষানটেকে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।

দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন সময় দেশ পুনর্গঠনের। বিগত স্বৈরশাসনামলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং সেগুলো সংস্কার করতে হলে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের বিকল্প নেই।

বিগত ‘ডামি’ নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, তখন সাধারণ মানুষ তাদের অভাব-অভিযোগ নিয়ে জনপ্রতিনিধিদের কাছে যাওয়ার সুযোগ পেত না। তাই গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে জনগণের প্রকৃত প্রতিনিধিদের নির্বাচিত করা প্রয়োজন। তিনি নিজেই সাধারণ মানুষের মুখ থেকে সরাসরি তাদের সমস্যার কথা শুনতে চান এবং ভবিষ্যতে প্রতিটি জনপ্রতিনিধি যেন জনগণের কাছে গিয়ে সেবা নিশ্চিত করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার কথা জানান তারেক রহমান। এছাড়া দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য যুবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক শিক্ষার ব্যবস্থার ওপর জোর দেন তিনি, যাতে তারা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায় কিংবা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

নারীদের স্বাবলম্বী করতে কর্মসংস্থান সৃষ্টি এবং তাঁদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিশেষ উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি। এর পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত বস্তিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে এসব কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করবে।

‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি দাবি করেন, যখনই ধানের শীষ জয়ী হয়েছে, তখনই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে; তাই সকল পরিকল্পনা বাস্তবে রূপ দিতে দেশজুড়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

জনসভায় তারেক রহমানের সাথে তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, নাজিমুদ্দিন আলম, আমিনুল হক ও মোস্তফা জামানসহ যুবদল ও মহিলা দলের শীর্ষ নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। জনবক্তৃতা শুরুর আগে তারেক রহমান ব্যক্তিগতভাবে ভ্যানচালক, গৃহিণী এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং ক্ষমতায় গেলে সেসব সমাধানের নিশ্চয়তা দেন।

দেশের এই রাজনৈতিক পরিবর্তনের হাওয়া এবং নতুন অর্থনৈতিক পরিকল্পনার ঘোষণা আগামী অর্থবছরগুলোতে বড় ধরণের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে কৃষিখাতে ঋণের সুবিধা বাড়লে গ্রামীণ অর্থনীতিতে ক্যাশ প্রবাহ বৃদ্ধি পাবে এবং স্থিতিশীল পরিবেশ বজায় থাকলে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যেও আস্থার সঞ্চার হবে বলে মনে করা হচ্ছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে