ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

জামায়াত ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২০২৬ জানুয়ারি ২৩ ২২:৫৮:১৪
জামায়াত ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার রাতে রামপালের ফয়লা বাজারে বিএনপি কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম নবাগতদের ফুলের শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।

বিএনপিতে যোগ দেওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি গোবিন্দ গাইন তাঁর প্রতিক্রিয়ায় জানান, ড. ফরিদুল ইসলামের দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে চলমান জনসেবা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কর্মকাণ্ড তাঁদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। একটি সুন্দর ও বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন নিয়েই তাঁরা ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

উজলকুড় ইউনিয়ন যুব জামায়াতের সাবেক অফিস সেক্রেটারি আবদুল কাদের তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলার বর্ণনা দিতে গিয়ে বলেন, ১৯৯৫ সালে ছাত্র শিবিরের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে পরবর্তীতে তিনি যুব জামায়াতের দায়িত্ব পালন করেছেন। তবে ৫ আগস্টের পরবর্তী সময়ে জামায়াতের বর্তমান রাজনৈতিক গতিধারা ও নীতি-আদর্শ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, ড. ফরিদুল ইসলামের কর্মীবান্ধব মানসিকতা ও চমৎকার আচার-ব্যবহারে আকৃষ্ট হয়েই শিবিরের সাবেক ও জামায়াতের বর্তমান নেতাকর্মীরা আজ বিএনপিতে যোগ দিয়েছেন।

জাতীয় পার্টির উজলকুড় ইউনিয়ন সহ-সভাপতি মোল্লা মহসিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাগেরহাট-৩ আসনে একজন অত্যন্ত সৎ ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। প্রার্থীর স্বচ্ছ ভাবমূর্তি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়েই তাঁরা লাঙল ছেড়ে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমেছেন। যোগদান অনুষ্ঠানে ড. ফরিদুল ইসলাম নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, বিএনপির আদর্শের প্রতি অবিচল আস্থা রাখায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞ।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে