ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

এক ধাক্কায় আবার বাড়ল স্বর্ণের দাম

২০২৬ জানুয়ারি ১৭ ১১:১৭:২৪
এক ধাক্কায় আবার বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আজ শনিবার (১৭ জানুয়ারি) স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৪ জানুয়ারি) ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী—

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে—

২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা

চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে সপ্তমবার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫ বার দাম বেড়েছে এবং ২ বার কমেছে। আর গত ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল—যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে