ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দিল দূতাবাস

২০২৬ জানুয়ারি ১৫ ১১:৫০:৪০
বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দিল দূতাবাস

নিজস্ব প্রতিবেদক : কাতারের কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করছে—এমন অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

এ প্রেক্ষিতে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে দূতাবাস। বুধবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপ ও আমেরিকায় উন্নত ও স্বপ্নীল জীবনের আশ্বাস দিয়ে নানা ধরনের প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের আগ্রহী করে তোলে। পরবর্তীতে এসব প্রলোভনের ফাঁদে পড়ে অনেক কাতারপ্রবাসী বাংলাদেশি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে প্রতারিত ও সর্বস্বান্ত হচ্ছেন। ইতোমধ্যে একাধিক ভুক্তভোগী এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসে অভিযোগ দায়ের করেছেন।

দূতাবাস আরও জানায়, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে যাওয়ার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান করার ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানানো হচ্ছে, যাতে কেউ প্রতারণার শিকার না হন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে