ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

২০২৬ জানুয়ারি ০২ ১৮:০৬:০২
অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) প্রযুক্তিগতভাবে সচল করা হলেও আগামী তিন মাস কোনো অবৈধ বা ক্লোন করা মোবাইল হ্যান্ডসেট বন্ধ করা হবে না। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে সাধারণ গ্রাহকদের এই অভয় দিয়েছেন। তিনি জানিয়েছেন, পরবর্তী ৯০ দিন কোনো ফোন বন্ধ হবে না, তাই এই প্রক্রিয়া নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি বিনীত অনুরোধ জানিয়েছেন।

গ্রাহকদের অনেকের এনআইডিতে বর্তমানে সচল হ্যান্ডসেটের সংখ্যা অস্বাভাবিক বেশি দেখানোর কারণ ব্যাখ্যা করেছেন ফয়েজ তৈয়্যব। তিনি জানান, মোবাইল অপারেটরদের কাছ থেকে প্রায় তিন বিলিয়নের বেশি তথ্যের ভাণ্ডার বা 'হিস্টোরিক ডেটা' সিস্টেমে আপলোড করা হয়েছে। মাইগ্রেশনের সময়কার কারিগরি বিন্যাসের কারণে পুরনো ও বর্তমান সব তথ্য একসাথে দেখাচ্ছে। বর্তমানে বিটিআরসি ও মোবাইল অপারেটররা যৌথভাবে কাজ করছে যাতে পুরনো তথ্যগুলো আর্কাইভে সরিয়ে নিয়ে শুধু বর্তমানে সচল থাকা ডিভাইসের প্রকৃত সংখ্যা দেখানো যায়, যা সম্পন্ন করতে কিছুটা সময়ের প্রয়োজন।

এই সিস্টেমটি নতুন নয় উল্লেখ করে বিশেষ সহকারী জানান, ২০২১ সালে এটি চালুর প্রাথমিক চেষ্টা করা হয়েছিল এবং বর্তমানে কিছু বাড়তি ফিচার যুক্ত করে এটি পুনরায় কার্যকর করা হয়েছে। এনইআইআর-এর প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি জটিলতা দেখা দেওয়া স্বাভাবিক বলে তিনি মনে করেন। যেসব গ্রাহক সিস্টেমের ভুলগুলো ধরিয়ে দিয়েছেন বা সমস্যাগুলো সামনে এনেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, খুব দ্রুতই এসব জটিলতার সমাধান করা হবে।

নিবন্ধিত সিমের সংখ্যা নিয়ে তিনি বলেন, আগে একটি এনআইডির বিপরীতে ২০টি এবং পরে ১৫টি সিম ব্যবহারের সুযোগ ছিল, যা এখন কমিয়ে ১০টিতে আনা হচ্ছে। এই দীর্ঘ সময়ের পুরনো তথ্যের কারণেই এনআইডি ম্যাপিংয়ে হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখাচ্ছে। এর মাধ্যমে নাগরিকরা সচেতন হতে পারবেন যে তাদের এনআইডি ব্যবহার করে অতীতে কতগুলো ডিভাইস বা সিম ব্যবহার হয়েছে। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এবং মোবাইল ব্যাংকিং বা অনলাইন জুয়ার মতো আর্থিক অপরাধ রোধে এই তথ্য জানা নাগরিকদের মৌলিক অধিকার।

ডেটাবেজের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়ে ফয়েজ তৈয়্যব বলেন, এনইআইআর সিস্টেমে নিরাপদ ডিজিটাল টোকেন এবং রেট লিমিট যুক্ত করা হয়েছে। এখন থেকে তথ্য পেতে এনআইডি ও আইএমইআই নম্বর জানা থাকা বাধ্যতামূলক। নিরাপত্তায় অধিকতর লেয়ার যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ১৩, ১৭ ও ১০ ডিজিটের এনআইডি ম্যাপিংয়ের মাধ্যমে সংগৃহীত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকে। তথ্য চুরির ঝুঁকি এড়াতে এপিআই লেভেলেও বিশেষ নজর দেওয়া হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে