ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

আমীর খসরুকে নিয়ে খালেদা জিয়ার ক্ষোভের অডিও ভাইরাল

২০২৬ জানুয়ারি ০২ ১৭:০৩:৫৭
আমীর খসরুকে নিয়ে খালেদা জিয়ার ক্ষোভের অডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রতি দলটির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষোভের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২০১৩ সালের রাজনৈতিক প্রেক্ষাপটে ধারণকৃত এই ফোনালাপে দেখা যায়, চট্টগ্রামের তৎকালীন দলীয় কর্মসূচি নিয়ে আমীর খসরুর ‘বাধা দেওয়ার’ অভিযোগে বেগম জিয়া অত্যন্ত কঠোর ভাষায় তাঁকে সতর্ক করেছিলেন। বৃহস্পতিবার রাতে অডিওটি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ফাঁস হওয়া কথোপকথনে শোনা যায়, বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারকে নির্দেশ দিয়ে বেগম খালেদা জিয়া বলছেন, আমীর খসরু যেন ডা. শাহাদাতের কোনো কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন। এ সময় গোলাম আকবর কিছু বলার চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে বেগম জিয়া তাঁকে থামিয়ে দিয়ে বলেন, "আপনাকে যা বলছি, সেটাই করেন। বেশি কথা বলবেন না। বলে দেন—খসরু যেন কোনো কাজে বাধা না দেয়। কোনো কাজে যদি বাধা দেয়, ইমিডিয়েটলি রিমুভ করব তাকে।"

তৎকালীন ওই ফোনালাপে বেগম জিয়ার কণ্ঠে আন্দোলন সফল করার প্রচণ্ড চাপ এবং স্থানীয় নেতৃত্বের ওপর বিরক্তি স্পষ্টভাবে ফুটে ওঠে। উল্লেখ্য, ২০১৩ সালে যখন বিএনপি সরকারবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছিল, তখন চট্টগ্রাম মহানগরের দায়িত্ব পালন করছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেই সময় দলীয় কর্মসূচি পালনের কৌশল নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে বড় ধরনের মতবিরোধ দেখা দিয়েছিল, যার বহিঃপ্রকাশ ঘটেছিল এই ফোনালাপে।

ভাইরাল হওয়া এই অডিওর সত্যতা নিশ্চিত করেছেন বিএনপির সাবেক সাংগঠনিক নেতা গোলাম আকবর খোন্দকার। তিনি গণমাধ্যমকে জানান, ঘটনাটি ২০১৩ সালের এবং একটি নির্দিষ্ট দলীয় কর্মসূচিকে কেন্দ্র করেই ম্যাডাম (খালেদা জিয়া) তাঁকে এই নির্দেশ দিয়েছিলেন। তখন খসরু সাহেব ওই কর্মসূচির বিপক্ষে ছিলেন বলেই চেয়ারপারসন অত্যন্ত বিরক্ত হয়েছিলেন। তবে বিষয়টি নিয়ে বর্তমানে আমীর খসরু মাহমুদ চৌধুরীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুরোনো এই অডিও হঠাৎ করে ভাইরাল হওয়াকে রহস্যজনক বলে মনে করছেন বিএনপির কেন্দ্রীয় অনেক নেতা। দলীয় শীর্ষ পর্যায়ের মতে, এক যুগ আগের একটি ব্যক্তিগত আলাপ এখন জনসমক্ষে আসার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি নিয়ে বর্তমানে তীব্র প্রতিক্রিয়া ও বিশ্লেষণ চলছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে