ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

এক নজরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সম্পদ ও আয়ের চমকপ্রদ হিসাব

২০২৬ জানুয়ারি ০২ ১২:২৫:০২
এক নজরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সম্পদ ও আয়ের চমকপ্রদ হিসাব

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পেশায় একজন ব্যবসায়ী। তার সম্পদ ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকা এবং বছরে আয় ৪৭ লাখ ৩৬ হাজার ৫৪ টাকা। স্ত্রী পারভীন আক্তার চৌধুরীর সম্পদ ৩ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৬৭ টাকা, আর তার বার্ষিক আয় ২৩ লাখ ১ হাজার ৩৬৮ টাকা।

এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক দুবারের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক। তিনি চৌধুরী এসএস কোম্পানি, রি রয়েল প্রোপার্টিজ ও মেসার্স বিইউ চৌধুরী অটো ফ্লাওয়ার মিলসের স্বত্বাধিকারী। এছাড়া তিনি রাইট গার্মেন্টস লিমিটেড, এগ্রো এনার্জি (প্রা.) লিমিটেড ও টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডের পরিচালক।

স্ত্রী পারভীন আক্তার চৌধুরীও পেশায় ব্যবসায়ী। তিনি সাবরান এসএস কোম্পানি-এর স্বত্বাধিকারী ও ইনবিল্ড রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক। এছাড়া তিনি বিভিন্ন কোম্পানির শেয়ারহোল্ডার।

হলফনামা অনুযায়ী, এ্যানির নামে ৬০টি মামলা রয়েছে। এর মধ্যে কিছুতে খালাস, কিছুতে স্থগিতাদেশ, এবং কিছু বিচারাধীন।

অস্থাবর সম্পদ হিসেবে এ্যানির ব্যাংক হিসাব, শেয়ার, গাড়ি, স্বর্ণ ও অন্যান্য জিনিসপত্রের মোট মূল্য প্রায় ৫ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৫৭১ টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে জমি, আবাসিক ভবন অংশমালিকানা, বাণিজ্যিক গোডাউন ও বিভিন্ন বিনিয়োগ।

ঋণ ও দায়ও রয়েছে—ব্যক্তিগত ঋণ, ব্যাংক ঋণ ও জমি বিক্রির অগ্রিম মিলিয়ে মোট দায় প্রায় ৫ কোটি টাকার কাছাকাছি।

বার্ষিক আয় এসেছে বিভিন্ন উৎস থেকে:

স্থাবর সম্পত্তি থেকে: ৩০ লাখ ৫৫ হাজার ৮১০ টাকা

ব্যবসা থেকে: ১৬ লাখ ৬৩ হাজার ৬৫২ টাকা

ব্যাংক আমানত থেকে: ১৬ হাজার ৫৯২ টাকা

উত্তরাধিকার সূত্রে জমি বিক্রি থেকে: ৩৫ লাখ ৯২ হাজার ৬৫৪ টাকা

এ্যানি সর্বশেষ আয়কর দিয়েছেন ৯ লাখ ৮৬ হাজার ৫৮ টাকা, এবং তার স্ত্রী দিয়েছেন ৩ লাখ ২০ হাজার ৩৪২ টাকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে