ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচনের আগে গয়েশ্বর রায়ের সম্পদ বিবরণ প্রকাশ

২০২৬ জানুয়ারি ০২ ১১:৩৪:২৬
নির্বাচনের আগে গয়েশ্বর রায়ের সম্পদ বিবরণ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের হলফনামায় তাঁর পেশা, আয় ও সম্পদের বিস্তারিত বিবরণ উঠে এসেছে।

হলফনামা অনুযায়ী, গয়েশ্বর চন্দ্র রায়ের পেশা কৃষি। কৃষি খাত থেকে তাঁর বার্ষিক আয় ২ লাখ ৩৫ হাজার টাকা। পাশাপাশি বাড়িভাড়া থেকে বছরে প্রায় ১৫ লাখ টাকা আয় করেন তিনি।

নগদ অর্থ ও আর্থিক বিনিয়োগ

আর্থিক বিবরণীতে দেখা গেছে, তাঁর হাতে নগদ রয়েছে ৪৬ লাখ ৬৪ হাজার ৪৫৯ টাকা। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ৭৬ হাজার ৯৮৫ টাকা। এছাড়া বন্ড, ঋণপত্র এবং তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে তাঁর বিনিয়োগ রয়েছে ১ লাখ টাকা।

অস্থাবর সম্পদ

হলফনামায় উল্লেখ করা হয়েছে, গয়েশ্বর চন্দ্র রায়ের মালিকানায় একটি গাড়ি রয়েছে, যার মূল্য ধরা হয়েছে ৫৬ লাখ ৫৫ হাজার টাকা। সব মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ১০ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।

স্থাবর সম্পদ

স্থাবর সম্পদের হিসাবে তাঁর নামে রয়েছে ৪২ ডেসিমিল কৃষিজমি এবং ৩ একর ২৫ ডেসিমিল ৮৬ শতক অকৃষিজমি। এছাড়া ৬ কাঠা জমির ওপর নির্মিত একটি ছয়তলা ভবন এবং ১০ ডেসিমিল জমির ওপর একটি দুইতলা ভবনের তথ্যও হলফনামায় উল্লেখ রয়েছে।

হলফনামা অনুযায়ী, গয়েশ্বর চন্দ্র রায়ের মোট স্থাবর সম্পদের মূল্য প্রায় ৬০ কোটি টাকা।

আয়কর তথ্য

২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, তিনি ১ লাখ ৯৯ হাজার ৭২৯ টাকা আয়কর পরিশোধ করেছেন।

নির্বাচনী হলফনামায় প্রকাশিত এই তথ্যগুলো ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে