ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

'বি' ক্যাটাগরিতে নামল প্রকৌশল খাতের প্রভাবশালী কোম্পানি

২০২৬ জানুয়ারি ০১ ১৬:৫৯:৩৩
'বি' ক্যাটাগরিতে নামল প্রকৌশল খাতের প্রভাবশালী কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বছরের প্রথম দিনেই বড় ধরনের দুঃসংবাদ পেল শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রভাবশালী কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের বিনিয়োগকারীরা। ডিভিডেন্ডের হার কমিয়ে ফেলায় কোম্পানিটি শেয়ারবাজারের সম্মানজনক ‘এ’ ক্যাটাগরি থেকে ছিটকে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোম্পানিটিকে এখন থেকে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করতে হবে।

মূলত ডিভিডেন্ডের পরিমাণ ১০ শতাংশের নিচে নেমে আসায় জিপিএইচ ইস্পাত এই অবনমনের মুখে পড়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের মাত্র ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ডিএসইর বিদ্যমান আইন অনুযায়ী, ৫ শতাংশ বা তার বেশি কিন্তু ১০ শতাংশের কম ডিভিডেন্ড দিলে সেই কোম্পানি আর ‘এ’ ক্যাটাগরিতে থাকতে পারে না। ফলে ডিভিডেন্ড কম দেওয়ায় কোম্পানিটির এই অবনমন নিশ্চিত হয়েছে।

এই পরিবর্তনের ফলে আগামী ৪ জানুয়ারি, ২০২৬ থেকে জিপিএইচ ইস্পাতের শেয়ার লেনদেনে নতুন নিয়ম কার্যকর হবে। সাধারণত ‘বি’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীরা আগের মতো সব সুযোগ-সুবিধা পান না; বিশেষ করে মার্জিন ঋণ ও সেটেলমেন্ট পিরিয়ডের ক্ষেত্রে কড়াকড়ি থাকে। এছাড়া অনেক বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদের পোর্টফোলিওতে শুধু ‘এ’ ক্যাটাগরির শেয়ার রাখতে পছন্দ করেন, যা জিপিএইচ ইস্পাতের শেয়ারের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, সদ্য বিদায়ী বছরে তাদের ব্যবসায় বড় ধরনের পতন হয়েছে। ২০২৫ অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ৫১ পয়সা লোকসান গুনেছে, যেখানে গত বছরও তাদের শেয়ারপ্রতি ১ টাকা ৭৭ পয়সা আয় (ইপিএস) ছিল। শুধু আয় নয়, শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) ৯ টাকা ৮৯ পয়সা থেকে কমে ৫ টাকা ৭৮ পয়সায় দাঁড়িয়েছে। তবে বছর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদের মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৭২ পয়সা।

বিনিয়োগকারীদের বার্ষিক সাধারণ সভায় ৫ শতাংশ ডিভিডেন্ডের প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদিত হওয়ার পরপরই ডিএসই এই ক্যাটাগরি পরিবর্তনের ঘোষণা দেয়। বছরের প্রথম দিনেই এই ঘোষণা সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি বড় বাজার সংকেত হিসেবে দেখা হচ্ছে, যা সামনের কার্যদিবসগুলোতে শেয়ারটির বাজার মূল্যে প্রভাব ফেলতে পারে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে