ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

মুফতি আমির হামজার হলফনামার চাঞ্চল্যকর তথ্য

২০২৬ জানুয়ারি ০১ ১৬:৩৬:০৭
মুফতি আমির হামজার হলফনামার চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা'র আয়-ব্যয় ও সম্পদের তথ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয় ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা। তবে আয় ও পারিবারিক ব্যয় সংক্রান্ত তথ্যগুলোতে স্পষ্টতা নেই বলে অভিযোগ রয়েছে।

হলফনামায় আমির হামজা তার পেশা হিসেবে কাপড় ও বইয়ের ব্যবসা উল্লেখ করেছেন। তিনি একজন পরিচিত ইসলামী বক্তা হিসেবে ওয়াজ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত অংশ নেন, তবে সেখান থেকে প্রাপ্ত আয়ের নির্দিষ্ট হিসাব নেই। এছাড়া আকিজ গ্রুপে খতিব হিসেবে তার চাকরি থেকে প্রাপ্ত অর্থের কোনো বিবরণও হলফনামায় উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে আমির হামজা জানান, “ওয়াজ মাহফিল থেকে প্রাপ্ত আয়কে হিসাব ধরে বার্ষিক আয়ের তথ্য দেখানো হয়েছে। আকিজ গ্রুপের সঙ্গে আমার একটি চুক্তি আছে এবং সেখানে আমি খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমার পরিবারের সব খরচ আকিজ গ্রুপ বহন করে। এর বিনিময়ে আমি মাহফিল থেকে পাওয়া অর্থ আকিজ গ্রুপের নির্মিত মাদরাসা ও এতিমখানায় দান করি।”

হলফনামায় তার স্ত্রীর নামে ১০ ভরি সোনার গহনা উল্লেখ থাকলেও কেনার কোনো তথ্য নেই। আমির হামজা বলেন, “বিয়ের সময় স্ত্রীর জন্য যেসব গহনা কেনা হয়েছিল, তা দেনমোহরের অংশ হিসেবে পরিশোধ হয়েছে। এরপর আর নতুন করে কোনো সোনা কেনা হয়নি। আমার শ্বশুরবাড়ির সদস্যরা আর্থিকভাবে স্বচ্ছল, এবং এসব গহনা তারা উপহার হিসেবে দিয়েছেন।”

একটি গাড়ির তথ্যও হলফনামায় উল্লেখ রয়েছে—মূল্য ২৫ লাখ টাকা। তবে গাড়ির ধরন, মডেল বা নম্বর প্লেট উল্লেখ করা হয়নি। এ বিষয়ে তিনি বলেন, “আমার একটি টয়োটা নোহা গাড়ি আছে। নতুন হলে বাজারমূল্য প্রায় ৩৮ লাখ টাকা, তবে আমি পাঁচ বছর পুরোনো গাড়িটি ফরিদপুরের এক মালিকের কাছ থেকে কিনেছি। এজন্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে