ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

মিডিয়া কভারেজ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস আলম

২০২৬ জানুয়ারি ০১ ১৫:৫৫:৫১
মিডিয়া কভারেজ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে কিছু গণমাধ্যমের সংবাদ পরিবেশনকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সারজিস আলম লেখেন, জামায়াত আমিরের সঙ্গে ভারতের দুই কূটনীতিকের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারতীয় কূটনীতিকরা বিষয়টি প্রকাশ্যে না আনার অনুরোধ জানান। তবে জামায়াত আমির এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক এবং এতে গোপনীয়তার কিছু নেই। ভবিষ্যতে এ ধরনের আলোচনা হলে তা প্রকাশ্যেই হওয়া উচিত বলেও তিনি মত দেন।

সারজিস আলম আরও লেখেন, এই বৈঠকের বিষয়টি জামায়াত আমির নিজেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। পরবর্তীতে রয়টার্সের প্রতিবেদন থেকেই বাংলাদেশের গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পায়।

তবে তিনি অভিযোগ করেন, দেশের কিছু মিডিয়া হাউজ এ ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। তাদের শিরোনামে ‘জামায়াত আমিরের সঙ্গে ভারতের গোপন বৈঠক’—এ ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

সারজিস আলম বলেন, “এটাই আমাদের দেশের তথাকথিত দলকানা ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় উদ্দেশ্য পূরণে নিয়োজিত কিছু মিডিয়া হাউজের চিত্র।” তিনি দাবি করেন, অতীতে যেসব গণমাধ্যম আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে সার্ভ করত, তারাই এখন নতুন করে ভিন্ন রাজনৈতিক ঠিকানা খোঁজার চেষ্টা করছে।

তিনি এ ধরনের সংবাদ পরিবেশনকে দায়িত্বজ্ঞানহীন ও সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী বলেও মন্তব্য করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে