ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

ব্যাংকের নেতৃত্বে নতুন বছরের শুভ সূচনা শেয়ারবাজারে

২০২৬ জানুয়ারি ০১ ১৫:২৯:৫২
ব্যাংকের নেতৃত্বে নতুন বছরের শুভ সূচনা শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ দিন ও ২০২৬ সালের প্রথম কর্মদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১১ পয়েন্টে।

বাজারের এই ঊর্ধ্বগতি বা শুভ সূচনায় নেতৃত্ব দিয়েছে তালিকাভুক্ত ৮টি ব্যাংক। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্য অনুযায়ী, এসব ব্যাংক মিলেই ডিএসইর সূচকে প্রায় ২২ পয়েন্ট যোগ করেছে।

সূচক বৃদ্ধিতে নেতৃত্ব দেওয়া ব্যাংকগুলো হলো— ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

ব্যাংকগুলোর মধ্যে ডিএসইর সূচকে সর্বোচ্চ অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক। আজ সূচকে প্রায় ৬ পয়েন্ট যোগ করেছে ব্যাংকটি। এদিন ব্র্যাক ব্যাংকের শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ২ দশমিক ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৪ টাকা ৫০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ৬৩ টাকা ২০ পয়সা থেকে ৬৪ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১ কোটি ৮৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূচকে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে পূবালী ব্যাংক। আজ ডিএসইর সূচকে প্রায় ৪ পয়েন্ট যোগ করেছে ব্যাংকটি। এদিন পূবালী ব্যাংকের শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা প্রায় ৩ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ১০ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ৩০ টাকা ৯০ পয়সা থেকে ৩২ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৮৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইস্টার্ন ব্যাংক। আজ ডিএসইর সূচকে প্রায় ৩ দশমিক ১ পয়েন্ট যোগ করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ৭০ পয়সা বা প্রায় ২ দশমিক ৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৫ টাকায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ২৪ টাকা ৪০ পয়সা থেকে ২৫ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ইস্টার্ন ব্যাংকের ৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক ডিএসইর সূচকে ২ পয়েন্টের বেশি, উত্তরা ব্যাংক প্রায় ২ পয়েন্ট, প্রাইম ব্যাংক প্রায় ২ পয়েন্ট, সিটি ব্যাংক ১ পয়েন্টের বেশি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১ পয়েন্ট যোগ করেছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে