ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রাজনীতিতে চমক: বাবরের আসনে স্বামীকে টক্কর দিচ্ছেন তার স্ত্রী

২০২৫ ডিসেম্বর ৩০ ০৯:৩৩:০২
রাজনীতিতে চমক: বাবরের আসনে স্বামীকে টক্কর দিচ্ছেন তার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন লুৎফুজ্জামান বাবর। এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৪টার দিকে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে তার ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী মনোনয়নপত্র দাখিল করেন।

নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছিলেন।

এই আসনে এবার মোট তিনজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাহমিনা জামান শ্রাবণী ছাড়াও অন্য দুই নারী প্রার্থী হলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।

এছাড়া নেত্রকোনা-৪ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মোখলেছুর রহমান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে